ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

নির্বাচনে নিয়মের পরিবর্তনের দাবি: জামায়াতের ১৮ দফা

২০২৫ অক্টোবর ২৮ ১৪:৪৭:৩০

নির্বাচনে নিয়মের পরিবর্তনের দাবি: জামায়াতের ১৮ দফা

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের কাছে ১৮ দফা লিখিত প্রস্তাব জমা দিয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের সময় জামায়াতের প্রতিনিধি দল এই প্রস্তাব জমা দেন।

প্রস্তাবের মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর নভেম্বরে গণভোট আয়োজন, প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব দলীয় প্রতীক ব্যবহারের নিশ্চয়তা, প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিতকরণ। এছাড়া নির্বাচনী কাজের জন্য নিযুক্ত প্রিজাইডিং, পোলিং ও আনসার সদস্যদের নিয়োগে নিরপেক্ষতা, ভোটকেন্দ্রে পর্যাপ্ত সামরিক বাহিনীর উপস্থিতি ও সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

জামায়াত প্রস্তাব করেছে, বিগত বিতর্কিত কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনী দায়িত্বে ব্যবহার করা হবে না এবং রিটার্নিং অফিসারসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগে দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ভোটারদের নিরাপদ ও সহজ ভোট প্রদানের জন্য প্রবাসী ভোটারদের ভোট পদ্ধতি সরল করা, ছবি স্পষ্ট ভোটার তালিকা প্রদানের ব্যবস্থা এবং নির্বাচনী পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করাও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হলো অবৈধ অস্ত্র উদ্ধার, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিবর্তন ও সন্ত্রাসী কার্যক্রম দমন করা। জামায়াত প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আমীর, কেন্দ্রীয় নির্বাহী ও অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন ও চার কমিশনার, ইসি সচিব উপস্থিত ছিলেন। জামায়াতের এই প্রস্তাব নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেওয়া হয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ