ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

রাবিতে ভর্তি আবেদনের সময়সীমা প্রকাশ

২০২৫ অক্টোবর ২৬ ২১:২৫:০৮

রাবিতে ভর্তি আবেদনের সময়সীমা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি (বিজ্ঞান-সি ইউনিট), ১৭ জানুয়ারি (মানবিক-এ ইউনিট) এবং ২৪ জানুয়ারি (বাণিজ্য-বি ইউনিট) অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুটি শিফটে (সকাল ১১টা-১২টা এবং বিকেল ৩টা-৪টা) রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে অনুষ্ঠিত হবে।

এ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট; বি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট; এবং সি ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ অন্তর্ভুক্ত।

২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিন ইউনিটেই আবেদন করতে পারবে। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। জিসিই ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শর্ত প্রযোজ্য হবে।

এ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা, বি ইউনিটের ১ হাজার ১০০ টাকা এবং সি ইউনিটের ১ হাজার ৩২০ টাকা (সকল ফিতে ১০ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত)। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে এবং পাশ নম্বর ৪০। কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd) এবং সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত