ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
বাংলাদেশ বনাম ভারত: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
সরকার ফারাবী: নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেই কিছুটা স্বস্তি ও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে ভারত। এখন তাদের লক্ষ্য জয়ের ধারা বজায় রাখা এবং নকআউট পর্বের আগে নিজেদের প্রস্তুতি আরও শক্ত করা। প্রথম তিন ম্যাচে ছন্দ হারালেও, নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে তারা পুরোনো ছন্দে ফিরেছে।
নাভি মুম্বাইয়ে ভারতের কৌশলগত সুবিধা
নাভি মুম্বাইয়ের মাঠেই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। পরিচিত এই ভেন্যু ভারতের জন্য বাড়তি সুবিধা এনে দিচ্ছে। নিউজিল্যান্ড ম্যাচে তারা অলরাউন্ডার আমানজোত কৌরকে বাদ দিয়ে পাঁচজন বিশেষজ্ঞ বোলার খেলানোর পুরোনো পরিকল্পনায় ফিরে যায়, যা দারুণ ফল দিয়েছে। একইসঙ্গে তিন নম্বরে ফিরেছেন জেমিমাহ রদ্রিগেজ—যার ব্যাট থেকে এসেছে মূল্যবান রান। এবারও ভারত এই কৌশল ধরে রাখতে পারে, পাশাপাশি নকআউটের আগে কিছু নতুন সমন্বয় পরখ করে দেখতে পারে।
ব্যাটিং ও বোলিং দুই দিকেই ছন্দে ভারত
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পেসাররা শুরুতেই চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগই দেয়নি। ব্যাটাররা বড় রান তুলেছেন, বোলাররা সেই রান রক্ষা করেছেন দক্ষতার সঙ্গে। তবে ভারতের মিডল অর্ডার এখনো পুরোপুরি পরীক্ষিত নয় নকআউটের আগে সেই ঘাটতি পূরণের দিকেই থাকবে নজর। টস জিতলে ভারত এবার চেজ করে নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারে, কারণ এখন পর্যন্ত তারা কেবল একবারই রান তাড়া করে খেলেছে—যে ম্যাচে ইংল্যান্ডের কাছে চার রানে হেরেছিল।
বাংলাদেশের লক্ষ্য: বড় অঘটন ও শৃঙ্খল বোলিং
বাংলাদেশের জন্য এ ম্যাচটি নিজেদের সামর্থ্য প্রমাণের সেরা মঞ্চ। টুর্নামেন্টে তারা একাধিক শক্তিশালী দলকে চাপে ফেলেছে, বিশেষ করে তাদের নিয়ন্ত্রিত বোলিং প্রতিপক্ষের রান আটকে রাখায় সাহায্য করেছে। তবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো লড়াই করতে হলে ব্যাটিংয়ে আরও ধারাবাহিকতা আনতে হবে।
সাম্প্রতিক ফর্ম
ভারত: জয় – হার – হার – হার – জয় (WLLLW)বাংলাদেশ: হার – হার – হার – হার – হার (LLLLL)
সম্ভাব্য একাদশ
ভারত: স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, স্নেহ রানা, রেনুকা সিং, ক্রান্তি গৌড়, শ্রী চারণী।
বাংলাদেশ: ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক ও কিপার), শোভানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার, মারুফা আক্তার।
পিচ ও আবহাওয়া
বৃষ্টির কারণে ম্যাচের আগের দিন পিচ ঢাকা ছিল এবং ম্যাচের দিন সন্ধ্যায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সাধারণত নাভি মুম্বাইয়ের উইকেট ব্যাটিংবান্ধব হলেও নতুন বলে পেসাররা সুইংয়ের সুবিধা পান।
কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
* স্মৃতি মান্ধানা ও প্রতিকা রাওয়ালের জুটি এক ক্যালেন্ডার বর্ষে ওয়ানডেতে রানের হিসাবে শচীন–গাঙ্গুলীর পরেই অবস্থান করছে।* ক্রান্তি গৌড় তার অভিষেক বছরে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট নিয়েছেন।* বাংলাদেশের বোলারদের ইকোনমি রেট ইংল্যান্ডের সমান, যা তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পরিচায়ক।
কখন ও কোথায় দেখা যাবে?
বাংলাদেশ বনাম ভারত নারী ওয়ানডে বিশ্বকাপ ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার দেখা যাবে টি স্পোর্টস এবং স্টার স্পোর্টস ১ চ্যানেলে। এছাড়া, ফেসবুকে “Bangladesh vs India live match today” লিখে অনুসন্ধান করলে বিভিন্ন চ্যানেলে লাইভ দেখার সুযোগ মিলবে।
ফ্রিতে দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান