ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

নির্বাচনে জোটবদ্ধ হলেও প্রতীকের স্বাধীনতা চায় এনডিএম

২০২৫ অক্টোবর ২৬ ১৬:৩১:৩৪

নির্বাচনে জোটবদ্ধ হলেও প্রতীকের স্বাধীনতা চায় এনডিএম

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) দাবি জানিয়েছে, নির্বাচনে জোটের অংশ হওয়া সত্ত্বেও প্রতিটি রাজনৈতিক দল যেন নিজস্ব প্রতীকে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি দলটি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিদ্যমান বিধান অপরিবর্তিত রাখারও আহ্বান জানিয়েছে।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বরাবর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ স্বাক্ষরিত চিঠি জমা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, নতুন বিধান অনুসারে নির্বাচনি জোট করলেও প্রার্থীকে জোটনেতৃৃ-প্রদত্ত প্রতীকের পরিবর্তে নিজের দলের প্রতীকে দাঁড়াতে হবে। এনডিএম এই বিধানকে দুরভিসন্ধিমূলক এবং রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী হিসেবে মানছে।

দলটি আরও উল্লেখ করেছে, নির্বাচনের মাত্র দু’মাস আগে এ ধরনের বিধান চালু করা হয়েছে, যা পর্যাপ্ত সময় না দিয়ে দলগুলোর নির্বাচনি কৌশল ও প্রস্তুতিতে বাধা সৃষ্টি করছে। তারা মনে করে, জোটবদ্ধ দল নির্বাচনের সময় নিজের প্রতীকে অংশ নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

এ ছাড়াও চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়াতেও কখনও এমন শর্ত থাকে না। নির্বাচনি জোট স্বতঃসিদ্ধ প্রক্রিয়া, সাধারণত নেতৃত্ব দেওয়া দলের প্রতীকে অংশ নেওয়া হয়। কিন্তু আইনের মাধ্যমে এই গণতান্ত্রিক অধিকার সীমিত করার অধিকার কারও নেই।

এদিকে, আরপিও’র ২০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে এবং পূর্বের বিধান বহাল রাখতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপিও। তারা চায়, জোটবদ্ধ দলগুলো যেন ইচ্ছামতো নিজেদের প্রতীকে অংশ নিতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত