ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

নতুন রেকর্ড গড়লেন রোনালদো

২০২৫ অক্টোবর ২৬ ১২:১১:১১

নতুন রেকর্ড গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে নতুন একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। আল হাজমের বিপক্ষে গোল করে তিনি হয়ে গেলেন বিশ্বের প্রথম ফুটবলার, যার ক্যারিয়ারে গোলসংখ্যা ৯৫০।

সৌদি প্রো লিগের এই ম্যাচে রোনালদো ৮৮ মিনিটে গোল করেন, যা আল নাসরকে ২–০ ব্যবধানে জিতিয়ে দেয়। ম্যাচের শুরু থেকে রোনালদো একাধিক সুযোগ নষ্ট করলেও শেষ মুহূর্তে গোল পেয়ে নিজের রাতকে স্মরণীয় করে তুলেন।

চলতি মৌসুমে এটি রোনালদোর ষষ্ঠ গোল, এবং সব মিলিয়ে তার নামের পাশে এখন ৭০০+ গোল। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর তিনি ইতিমধ্যে শতাধিক গোল করেছেন। এই অর্জনের মাধ্যমে রোনালদো আরও কাছে চলে এসেছেন ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের, এখন তিনি মাত্র ৫০ গোল দূরে।

অন্যদিকে, লিওনেল মেসিও পিছিয়ে নেই। একদিন আগে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টাইন এই তারকা পেরিয়ে গেছেন ক্যারিয়ারের ৮৯১ গোলের ঘর।

লা লিগা থেকে শুরু হওয়া রোনালদো-মেসির লড়াই দেড় দশক পেরিয়েও অব্যাহত, এবং জানা গেছে—মেসি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকবেন, আর রোনালদো ২০২৭ সাল পর্যন্ত আল নাসরে। অর্থাৎ, ফুটবলপ্রেমীরা অন্তত আরও দেড় বছর দেখতে পাবেন এই দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতা।

রোনালদোর গোল তালিকা (ক্লাব ও দেশ অনুযায়ী)

স্পোর্টিং লিসবন: ৫

ম্যানচেস্টার ইউনাইটেড: ১৪৫

রিয়াল মাদ্রিদ: ৪৫০

জুভেন্টাস: ১০১

আল নাসর: ১০৬

পর্তুগাল: ১৪৩

মোট গোল: ৯৫০

ক্যারিয়ারের সর্বোচ্চ গোলের রেকর্ড

ক্রিশ্চিয়ানো রোনালদো: ৯৫০

লিওনেল মেসি: ৮৯১

পেলে: ৭৬২

রোমারিও: ৭৫৬

ফেরেনশ পুসকাস: ৭২৫

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত