ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচন নিয়ে আইআরআই-জামায়াত বৈঠক

২০২৫ অক্টোবর ২২ ২১:২৪:০০

রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচন নিয়ে আইআরআই-জামায়াত বৈঠক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইন্সটিটিউটের (আইআরআই) ৯ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আইআরআই-এর প্রতিনিধিদলে ছিলেন ক্রিস্টোফার ফাসনার, সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিস, কারিগরি বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এনডিআই) জেমি স্পাইকারম্যান, প্রচারণা ও পরামর্শদাতা জন ফ্লুহার্টি, পরামর্শদাতা ডারিন বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ এবং পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও লইয়ার্স কাউন্সিলের সভাপতি এড. জসিম উদ্দিন সরকার এবং ড. যুবায়ের আহমেদ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত