ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ

২০২৫ অক্টোবর ২২ ১৫:২৪:২৩

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: আজ (২২ অক্টোবর) বাংলা সাহিত্যের অমর কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস। ১৯৫৪ সালের এই দিনে মাত্র ৫৫ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রূপসী বাংলার কবি, যিনি “নির্জনতম কবি” হিসেবে বাংলাভাষী সাহিত্যে পরিচিত।

জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা সত্যানন্দ দাশ ছিলেন শিক্ষক, আর মা কুসুমকুমারী দাশ ছিলেন কবি। ছোটবেলায় মায়ের কাছ থেকেই সাহিত্যচর্চার প্রথম অনুপ্রেরণা পান তিনি।

কবির সৃষ্টিশীলতায় গ্রামবাংলার রূপ, প্রকৃতি, মানুষের অন্তর্গত বিষাদ ও একাকীত্ব এক নতুন মাত্রা পেয়েছে। তার কবিতায় পরাবাস্তবতা ও গভীর দার্শনিক চিন্তাধারার ছোঁয়া রয়েছে। বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী ও সাতটি তারার তিমির। মৃত্যুর পর প্রকাশিত হয়েছে রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা।

১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতার বালিগঞ্জে ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হন কবি। এরপর তাঁকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ আট দিন জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রামের পর রাত ১১টা ৩৫ মিনিটে ২২ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দুর্ঘটনা ছিল এক মর্মান্তিক ঘটনা; কিছু সমালোচক মনে করেন, এটি কবির স্বেচ্ছামৃত্যুর প্রচেষ্টা।

প্রত্যেক বছর এই দিনে বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের সাহিত্যপ্রেমীরা কবিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন। বরিশালসহ বিভিন্ন স্থানে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। জীবনানন্দ দাশের সাহিত্যকর্মের গভীরতা ও স্বতন্ত্র শৈলী তাকে বাংলা সাহিত্যে অমর স্থান দিয়েছে। আজও তার কবিতা পাঠকের মনে বাংলার প্রকৃতি, ভালোবাসা এবং মানুষের অস্তিত্বের অর্থ অনুসন্ধানের প্রেরণা যোগায়।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত