ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
নিজস্ব অর্থায়নে বিএসসির বহরে যুক্ত হলো ‘এমভি বাংলার প্রগতি’
.jpg)
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) দেশের সমুদ্রপথে নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে নিজস্ব অর্থায়নে নির্মিত আধুনিক জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ যুক্ত করার মাধ্যমে। পরিবেশবান্ধব প্রযুক্তিতে তৈরি ১৯৯ মিটার লম্বা ও ৩৩ মিটার প্রস্থের এই জাহাজ ৬৫ হাজার টন পণ্য পরিবহনে সক্ষম।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চীনের জিংজিয়াং নানইয়াং শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড থেকে জাহাজটির আনুষ্ঠানিক ডেলিভারি গ্রহণ করবে বাংলাদেশ শিপিং করপোরেশন। এর মধ্য দিয়ে বিএসসির বহরে যুক্ত হচ্ছে প্রথম নিজস্ব অর্থায়নে কেনা বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার প্রগতি’।
বিএসসির মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার জানিয়েছেন, জাহাজটি ইতোমধ্যে চীনে ট্রায়াল রান সম্পন্ন করেছে। লন্ডনে আনুষ্ঠানিক নথি হস্তান্তরের মাধ্যমে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে বিএসসি এটি গ্রহণ করেছে। বহরে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জাহাজটির দৈনিক ভাড়া ২০ হাজার মার্কিন ডলার নির্ধারিত হয়েছে।
জাহাজটির প্রধান ইঞ্জিন জার্মান লাইসেন্সে নির্মিত MAN-B&W, পাম্প স্পেনের এবং কম্প্রেসার নরওয়ের তৈরি। সম্পূর্ণ গ্রিন শিপ কনসেপ্টে নির্মিত ‘এমভি বাংলার প্রগতি’ আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও) নির্ধারিত সর্বশেষ পরিবেশগত মানদণ্ড পূরণ করে। জাহাজটির ইঞ্জিনে নাইট্রোজেন অক্সাইড নির্গমন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকায় এটি জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।
সূত্র জানায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনে বিএসসি নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার কেনার প্রকল্প হাতে নেয়। গত ২১ সেপ্টেম্বর বিএসসি ও সরবরাহকারী প্রতিষ্ঠান হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির মধ্যে সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিটি জাহাজের মূল্য ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার, দুটি মিলিয়ে মোট ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন ডলার।
প্রকল্পটি জুন ২০২৫ থেকে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়নের জন্য গত ৩ জুন অনুমোদন পায় এবং ৪ জুন আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রস্তাব মূল্য সরকারি অনুমিত দামের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কম। নির্মাণপ্রক্রিয়া, নকশা ও কারিগরি মান যাচাইয়ে ক্লাসিফিকেশন সোসাইটির বিশেষজ্ঞরা সরেজমিনে মূল্যায়ন করেন।
উল্লেখ্য, ২০১৮ ও ২০১৯ সালে চীনা সহায়তায় ছয়টি জাহাজ কেনার পর এবারই প্রথম বিএসসি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ৯৩৫ কোটি টাকায় দুটি আধুনিক জাহাজ কিনছে। এর একটি ‘এমভি বাংলার প্রগতি’ ইতোমধ্যে প্রস্তুত, অপরটি ‘এমভি বাংলার নবযাত্রা’ ডিসেম্বরের প্রথম সপ্তাহে বহরে যুক্ত হবে বলে জানা গেছে। দুটি জাহাজ থেকেই বছরে প্রায় ২০০ কোটি টাকা আয় প্রত্যাশা করছে বিএসসি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড