ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: সুপার ওভারে শাসরুদ্ধ ম্যাচ শেষ হলো, জানুন ফলাফল

২০২৫ অক্টোবর ২১ ২১:৪৪:৩১

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ: সুপার ওভারে শাসরুদ্ধ ম্যাচ শেষ হলো, জানুন ফলাফল

ডুয়া ডেস্ক: ১১ রানের লক্ষ্য নিয়ে সুপার ওভারে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার ও সাইফ হাসান। বোলিংয়ে প্রথম বল ওয়াইড দেন আকিল হোসেন। পরের বলও ওয়ার্ক হয়নি, ফলে কোনো বৈধ বল হওয়ার আগে ৪ রান খরচ হয় স্পিনারের। সমীকরণ দাঁড়ায় ৬ বল, ৬ রান।

প্রথম বৈধ বলে সৌম্য এক রান নেন। দ্বিতীয় বল ডট, তৃতীয় বলে সাইফ এক রান নেন। চতুর্থ বলে সৌম্য আউট। নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত পঞ্চম বলে এক রান নিতে পারেননি। পরবর্তী ওয়াইডের কারণে শেষ বলে বাংলাদেশকে ৩ রান প্রয়োজন, তবে সাইফ মাত্র এক রান নিতে পারেন।

ফলে, সুপার ওভারে প্রথমবার খেলেও বাংলাদেশ হেরে যায়।

এর আগে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান বোলিং করেন। প্রথম বলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস হোপ এক রান নেন। দ্বিতীয় বলে ক্যাচ দেন রাদারফোর্ড। প্রথম ৫ বলেই ৬ রান খরচ করে ফিজ শেষ বলে বাউন্ডারি খেয়ে এক উইকেটে ১০ রান দেয়।

বাংলাদেশের প্রথম সুপার ওভার অভিজ্ঞতা এমনভাবে শেষ হলো হারের মাধ্যমে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত