ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

জবি ছাত্রনেতা হত্যার প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীরা

২০২৫ অক্টোবর ১৯ ২০:৪৪:২৭

জবি ছাত্রনেতা হত্যার প্রতিবাদে উত্তাল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাখা ছাত্রদল ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের নেতাকর্মীরা রবিবার রাত সাড়ে ৮টার পর বিক্ষোভ মিছিল শুরু করে।

মিছিলের কেন্দ্রবিন্দু ছিল মরদেহ উদ্ধার করা ওই বাসার সামনের এলাকা। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে। তাদের মধ্যে অনেকেই সরাসরি বাসার গেইট ভেঙে ভিতরে প্রবেশের চেষ্টা করেছেন।

শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেছেন, বিকাল সাড়ে ৪টায় খুনের ঘটনা ঘটলেও কেন খবরটি সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদমাধ্যমে জানানো হলো, তা স্পষ্ট নয়।

ছাত্রদের ধারণা, হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। তারা এই হত্যার পেছনের নেপথ্য কারণ উদঘাটনের জন্য অবিলম্বে তদন্ত দাবি করেছে।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

পুলিশ এবং স্থানীয় প্রশাসনও নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। তারা পরিস্থিতি শান্ত রাখতে এবং সংঘর্ষ এড়াতে কাজ করছে।

ঘটনাস্থলের দৃশ্যের মধ্যে রয়েছে উত্তেজিত শিক্ষার্থী, ভাঙা গেইট এবং বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড। পরিস্থিতি এখনো শান্ত হয়নি এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত