ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করলেন শিক্ষকরা, আন্দোলন চলবে

২০২৫ অক্টোবর ১৯ ১২:৩৬:৩৭

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করলেন শিক্ষকরা, আন্দোলন চলবে

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পাঁচ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তিনি বলেন, পাঁচ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব আমরা আগেই প্রত্যাখ্যান করেছি, এবং এখনও তা প্রত্যাখ্যান করছি। আমাদের কর্মসূচি চলমান থাকবে।

অধ্যক্ষ আজিজী আরও বলেন, আমরা এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, জাতির মেরুদণ্ড শক্ত করছি। কিন্তু নিজের জীবনে আমরা নিরাপত্তা ও স্বীকৃতির নিশ্চয়তা পাই না। বছরের পর বছর ধরে নানা প্রতিশ্রুতি শোনা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো ফল নেই। শিক্ষক হিসেবে এমন এক পরিস্থিতিতে আমরা পৌঁছেছি, যেখানে ‘খালি থালা হাতে’ রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। এটি শুধু প্রতীকী প্রতিবাদ নয়, এটি আমাদের অন্তরের কান্না, বঞ্চনা ও অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।

এদিকে, আন্দোলনকারী শিক্ষকরা আজ দুপুরে ২০ শতাংশ বাড়িভাড়া, মেডিক্যাল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে খালি থালা ও প্লেট হাতে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত