ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

ঢাকা কলেজ ভাঙা মানে ইতিহাস মুছে ফেলা: মান্না

২০২৫ অক্টোবর ১৭ ১৫:০৬:৩৭

ঢাকা কলেজ ভাঙা মানে ইতিহাস মুছে ফেলা: মান্না

নিজস্ব প্রতিবেদক:নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঢাকা কলেজের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র ঐতিহ্য নষ্ট করা অন্যায় ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয় গড়তে হলে নতুন ক্যাম্পাস তৈরি করা উচিত, ইতিহাসবাহী কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে নয়।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে বিতর্কিত অধ্যাদেশ বাতিল ও ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষার দাবি’তে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীরা।

মান্না বলেন, “ক্যামব্রিজ বা তাজমহল আজও টিকে আছে কারণ এগুলো ইতিহাসের সাক্ষী। ঢাকা কলেজও তেমনই এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যদি এসব কলেজের চেহারা পাল্টে ফেলা হয়, তাহলে ইতিহাস থেকে এক বিশাল অংশ মুছে যাবে।”অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশে আরও কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করুন, কিন্তু পুরনো প্রতিষ্ঠানের ইতিহাস মুছে ফেলবেন না। ইতিহাস রক্ষা করাই আমাদের দায়িত্ব।”

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে মান্না বলেন, “গত ১৫ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা ইতিহাস বিকৃত করেছে। শিক্ষাক্ষেত্রে অন্যায়ভাবে তৃতীয় শ্রেণির ফলপ্রাপ্তদের শিক্ষক নিয়োগ দিয়েছে, জোর করে পাশের হার বাড়িয়েছে—এসবই কুশিক্ষার দৃষ্টান্ত।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা মীর সরাফত আলী সফু, সাবেক ছাত্রনেতা মীর নেওয়াজ আলীসহ অনেকে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত