ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
সাত কলেজ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, সাত কলেজকে নিয়ে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এ নিয়ে বিভিন্ন গ্রুপ ভুল তথ্য ও গুজব ছড়াচ্ছে, যা মোটেও ঠিক নয়। তিনি জানান, এটি একটি চ্যালেঞ্জিং কাজ এবং সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা সচিব রেহানা পারভীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষা উপদেষ্টা ড. আবরার বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতেই সাত কলেজ নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, সময়মতো পরীক্ষা নেওয়া এবং দ্রুত ফল প্রকাশ করা।
শিক্ষকদের বাড়ি ভাড়ার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল ও সংবেদনশীল। সরকার সামর্থ্য অনুযায়ী শতাংশভিত্তিক বাড়ি ভাড়া দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী বছর আরও সম্মানজনক একটি কাঠামোর দিকে এগোনোর সুযোগ তৈরি হবে।
এইচএসসির ফল প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, যে ফল শিক্ষার্থীর শেখাকে সত্যিকারের মূল্যায়ন করে, সেটিই হওয়া উচিত আমাদের সাফল্যের মানদণ্ড। এসএসসির ফল প্রকাশের পর মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে যে উদ্বেগ উঠেছিল, সেটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। তিনি জানান, সব শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে যেন ভবিষ্যৎ পরীক্ষায়, বিশেষ করে এইচএসসি মূল্যায়নে সীমান্তরেখায় থাকা শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ ন্যায্যতা বজায় রাখা হয়, তবে একই সঙ্গে ফলাফলের বাস্তবতা যেন বিকৃত না হয়।
ড. আবরার সরকারের তিন নীতির কথা তুলে ধরেন: প্রথমত, বাস্তবতা থেকে মুখ না ফিরিয়ে বাস্তবতাকে বুঝে এগোনো; দ্বিতীয়ত, দোষারোপ নয়, সমাধান খোঁজা; এবং তৃতীয়ত, সংখ্যা নয়, শেখার মানকে সাফল্যের মাপকাঠি করা। তিনি মন্তব্য করেন, এবারের ফল হয়তো কষ্টের, কিন্তু এটি সত্যের পথে ফেরার সূচনা।
শিক্ষা সচিব রেহানা পারভীন এ সময় জানান, শিক্ষাবিদদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রতিমুহূর্তে কাজ করা হচ্ছে। তিনি বলেন, অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে থাকলেও, আলোচনায় বসলে সমাধান আসবে। শতাংশভিত্তিক ব্যবস্থা একটি ইতিবাচক পদক্ষেপ এবং জাতীয় বেতন স্কেল হলে এর একটি ইতিবাচক প্রভাব থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল বনাম পর্তুগাল: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE