ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া স্থগিত
ডুয়া নিউজ: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাস করা ১৯৩ জনের যাচাই-বাছাই ২৯ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে এবং সে সময় পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, আজ সকালে শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ সোমবারের মধ্যে বাতিল করার দাবি জানান। তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফল পুনরায় প্রকাশেরও দাবি জানায়।
গত রবিবার রাতেও একই দাবিতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল বের করে শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন বুয়েটের শিক্ষার্থীরাও।
সে সময় শহীদ মিনারে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা বলেন, কোটার মাধ্যমে মুজিববাদ এবং শেখ হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই কোটা প্রথা বিদ্যমান এবং তারা অবিলম্বে কোটার প্রথা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা দাবি করেন, যে কোটার জন্য অনেক প্রাণের মূল্য দেওয়া হয়েছে, সেই কোটা আবার ফিরে আসা সরকারের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করেছে। তারা ফল বাতিল করে শুধুমাত্র মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১,৩৫,৬৬৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ১,৩১,৭২৯ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬০,০৯৫ জন, এবং উত্তীর্ণের হার ৪৫.৬২ শতাংশ। এদের মধ্যে ৩৭,৯৩৬ জন ছাত্রী (৬৩.১৩%) এবং ২২,১৫৯ জন ছাত্র (৩৬.৮৭%) রয়েছেন। সর্বোচ্চ নম্বর ছিল ৯০.৭৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে