ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া স্থগিত

ডুয়া নিউজ: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাস করা ১৯৩ জনের যাচাই-বাছাই ২৯ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে এবং সে সময় পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
আজ সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, মুক্তিযোদ্ধা কোটা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, আজ সকালে শহীদ মিনারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজ সোমবারের মধ্যে বাতিল করার দাবি জানান। তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফল পুনরায় প্রকাশেরও দাবি জানায়।
গত রবিবার রাতেও একই দাবিতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল বের করে শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন বুয়েটের শিক্ষার্থীরাও।
সে সময় শহীদ মিনারে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা বলেন, কোটার মাধ্যমে মুজিববাদ এবং শেখ হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই কোটা প্রথা বিদ্যমান এবং তারা অবিলম্বে কোটার প্রথা বাতিল করতে হবে। শিক্ষার্থীরা দাবি করেন, যে কোটার জন্য অনেক প্রাণের মূল্য দেওয়া হয়েছে, সেই কোটা আবার ফিরে আসা সরকারের জন্য একটি বড় প্রশ্ন তৈরি করেছে। তারা ফল বাতিল করে শুধুমাত্র মেধার ভিত্তিতে নতুন ফল প্রকাশের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন।
এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১,৩৫,৬৬৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ১,৩১,৭২৯ জন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬০,০৯৫ জন, এবং উত্তীর্ণের হার ৪৫.৬২ শতাংশ। এদের মধ্যে ৩৭,৯৩৬ জন ছাত্রী (৬৩.১৩%) এবং ২২,১৫৯ জন ছাত্র (৩৬.৮৭%) রয়েছেন। সর্বোচ্চ নম্বর ছিল ৯০.৭৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ