ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’র কুড়িগ্রাম পর্ব

২০২৫ অক্টোবর ১৬ ২০:৫৬:২৬

চমক নিয়ে আসছে ‘ইত্যাদি’র কুড়িগ্রাম পর্ব

নিজস্ব প্রতিবেদক:জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’–এর সর্বশেষ পর্ব এবার ধারণ করা হয়েছে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে, যা ভাওয়াইয়া গানের রাজ্য হিসেবে পরিচিত। ১৫০ বছরের ঐতিহ্যবাহী উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এই বর্ণাঢ্য পর্বের শুটিং। বরাবরের মতোই এবারের পর্বটিও রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন কিংবদন্তি নির্মাতা হানিফ সংকেত।

নব্বইয়ের দশক থেকে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রান্তিক জনজীবনকে টেলিভিশনের পর্দায় তুলে ধরে আসছে ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবারের পর্বে হানিফ সংকেত ও তার ফাগুন অডিও ভিশন দল বেছে নিয়েছেন এমন এক স্থান, যেখানে ইতিহাস, প্রকৃতি ও লোকসংগীতের মেলবন্ধন ঘটেছে অনন্যভাবে। এবারের পর্বে উত্তরাঞ্চলের প্রাণের সংগীত ‘ভাওয়াইয়া’কে কেন্দ্র করেই সাজানো হয়েছে সংগীত ও নৃত্যানুষ্ঠানের অংশ।

অনুষ্ঠানের সূচনায় মনিরুজ্জামান পলাশের কথায় পরিবেশিত হয়েছে কুড়িগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি পরিচিতিমূলক গান। রাজিব ও তানজিনা রুমার কণ্ঠে গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে ছিলেন মেহেদী। গানটির সঙ্গে অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পীর পরিবেশনা কোরিওগ্রাফি করেছেন এসকে জাহিদ।

ভাওয়াইয়া সুরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কিংবদন্তি আব্বাসউদ্দীনের অমর গান ‘ও কি গাড়িয়াল ভাই’—যা নতুনভাবে পরিবেশন করেছেন সালমা আক্তার ও উত্তরাঞ্চলের শিল্পী পূর্ণচন্দ্র রায়। পুরোনো সুর অক্ষুণ্ণ রেখে গানটির সংগীতায়োজনও করেছেন মেহেদী।

এ পর্বেও রয়েছে তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন। দর্শকরা দেখতে পাবেন কুড়িগ্রামের ঐতিহাসিক মহারানী স্বর্ণময়ী, বীরপ্রতীক তারামন বিবি, জননেতা মওলানা ভাসানীর বাড়ি এবং চিলমারী নদীবন্দর নিয়ে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি ও এর প্রতিষ্ঠাতা ভূপতি ভূষণ বর্মার জীবন ও অবদানের ওপর একটি বিশদ ফিচারও থাকছে।

২০১১ সালের জুলাই মাসে প্রচারিত কুড়িগ্রামের উদ্যোক্তা আবদুল কাদেরকে নিয়ে করা প্রতিবেদনের ফলোআপও এবার দর্শকরা দেখতে পাবেন। এছাড়া চরাঞ্চলের জীবন-জীবিকা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে নির্মিত মানবিক প্রতিবেদনও থাকবে এবারের পর্বে।

ইত্যাদির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠান ধারণের দিন সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে কুড়িগ্রাম ও আশপাশের এলাকা। উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুলের মাঠে হাজারো মানুষের সমাগমে সৃষ্টি হয় এক ঐতিহাসিক মুহূর্ত। স্থানীয়দের ভাষায়, কুড়িগ্রামে আগে কখনো কোনো অনুষ্ঠানে এত দর্শক জমায়েত হয়নি।

এবারের পর্বে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ও কৌতুকশিল্পীরা—আবদুল আজিজ, সোলায়মান খোকা, আবদুল্লাহ রানা, সুভাশীষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, আবু হেনা রনি, সূচনা শিকদারসহ আরও অনেকে।

ইত্যাদি–এর এই বিশেষ পর্বটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত