ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

এইচএসসি রেজাল্ট ২০২৫: যে বিষয়ে ফেল করলেন মারুফা

২০২৫ অক্টোবর ১৬ ১৯:৪৭:৪৯

এইচএসসি রেজাল্ট ২০২৫: যে বিষয়ে ফেল করলেন মারুফা

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে যখন বাংলাদেশ দল প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই দলের অন্যতম সেরা পেসার মারুফা আক্তারের জন্য এলো হতাশার খবর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভূগোল বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন তিনি। এই অপ্রত্যাশিত ফলাফলে দলের আত্মবিশ্বাসে সামান্য হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

বিকেএসপি’র গৌরবময় ফলাফলের মাঝে মারুফার ব্যতিক্রম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে এ বছর মোট ১৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ১৪৭ জন পাস করেছেন পাসের হার ৯২.৪৫ শতাংশ। অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম পেয়েছেন ৩.০৮ জিপিএ, আর এশিয়া কাপজয়ী আব্দুর রহমান আলিফ পেয়েছেন ৩.৮৩ জিপিএ। এই সফলতার মাঝেও মারুফার ফল কিছুটা ব্যতিক্রম হিসেবে এসেছে।

পুনঃনিরীক্ষণের আশায় বিকেএসপি কর্তৃপক্ষ

বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম গণমাধ্যমকে জানিয়েছেন, মারুফা ভূগোল বিষয়ে ফেল করেছেন। তবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বোর্ডের কাছে পুনঃনিরীক্ষণের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের বিশ্বাস, পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে। উল্লেখ্য, বিকেএসপিতে মাধ্যমিক পরীক্ষা আঞ্চলিক পর্যায়ে হলেও, উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সাভার ক্যাম্পাসে।

সমর্থকদের প্রেরণা ও ভবিষ্যতের আশা

মারুফার এই ফলাফল প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থকরা সাহস জোগাচ্ছেন। অনেকেই বলছেন, শিক্ষাগত কোনো ব্যর্থতা একজন ক্রীড়াবিদের প্রতিভাকে ঢেকে রাখতে পারে না। বরং এটি সাময়িক একটি বাধা, যা দৃঢ় মনোবল ও পরিশ্রমের মাধ্যমে সহজেই অতিক্রম করা সম্ভব।

অস্ট্রেলিয়া ম্যাচে মনোযোগ

এখন পুরো বাংলাদেশ নারী দলের ফোকাস বিশ্বকাপে আসন্ন অস্ট্রেলিয়া ম্যাচে। কোচ ও সতীর্থরা বিশ্বাস করেন, ব্যক্তিগত এই বিপত্তি পেছনে ফেলে মারুফা মাঠে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হবেন এবং দেশের জন্য লড়াই করে ফিরিয়ে আনবেন জয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত