ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
হজ নিবন্ধনের সুবিধার্থে
শনিবার খোলা থাকছে দেশের কিছু নির্বাচিত ব্যাংক শাখা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী ১৮ অক্টোবর (শনিবার) দেশের কিছু নির্বাচিত ব্যাংক শাখা খোলা থাকবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে, হজ অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত শাখাগুলো শনিবার খোলা রাখতে হবে। শাখাগুলোর কার্যক্রম চলাকালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী ব্যক্তি না থাকা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়ে ১২ অক্টোবর শেষ হয়, পরে সময় বাড়িয়ে ১৬ অক্টোবর পর্যন্ত করা হয়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ১২ বছর বা তার বেশি বয়সী শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি হজে যেতে পারবেন।
সরকার ঘোষণা করেছে যে ২০২৬ সালের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হয়েছে। বিমানভাড়া কমার কারণে নতুন প্যাকেজ অনুযায়ী ন্যূনতম খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। সরকারি ব্যবস্থাপনায় এবার তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালে প্যাকেজ-১ অনুযায়ী খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর প্যাকেজ-২ এ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সর্বনিম্ন খরচ ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যার ভিত্তিতে হজ এজেন্সিগুলো নিজস্ব প্যাকেজ তৈরি করে। গত ২৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত