ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বাংলাদেশ-নেপাল বাণিজ্যে নতুন সম্ভাবনা

২০২৫ অক্টোবর ১৬ ১৮:৪৪:১৩

বাংলাদেশ-নেপাল বাণিজ্যে নতুন সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং কাঁচাপাট রফতানি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত ভান্ডারী জানান, নেপালে ১১টি জুটমিল রয়েছে, যা তাদের কাঁচাপাট চাহিদার জন্য বাংলাদেশে নির্ভরশীল। তবে সম্প্রতি বাংলাদেশ থেকে কাঁচাপাট রফতানি বন্ধ হওয়ায় নেপালের মিলগুলো কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে কাঁচাপাট রফতানি শিথিল করার অনুরোধ জানান।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে আলোচনায় এই বিষয় তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের নীতি অনুযায়ী, কাঁচাপাট সরাসরি রফতানি না করে দেশের তৈরি সেমি-ফিনিশড (আংশিক প্রক্রিয়াজাত) পাটপণ্য রফতানি করা হবে।

শেখ বশিরউদ্দীন আরও উল্লেখ করেন, বাংলাদেশ পরিবেশবান্ধব ও উচ্চমানের সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল এই পণ্যগুলো আমদানি করলে দুই দেশের বাণিজ্যিক ভলিউম বৃদ্ধি পাবে এবং উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত