ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

নতুন শক্তির উত্থান: ১০০ আসনে লড়বে এবি পার্টি

২০২৫ অক্টোবর ১৬ ১৫:৪৬:৩৭

নতুন শক্তির উত্থান: ১০০ আসনে লড়বে এবি পার্টি

মো: আবু তাহের নয়ন:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০০ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মঞ্জু এবং সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এতে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

এসময় মজিবুর রহমান মঞ্জু বলেন, “নতুন দল হিসেবে এবারের নির্বাচন আমাদের জন্য এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।” তিনি জানান, এবি পার্টি শতাধিক আসনে প্রার্থী দিচ্ছে, তবে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে এখনও জনগণের মধ্যে সন্দেহ রয়েছে। তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের মতভেদের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারকে আরও শক্ত অবস্থান নিতে হবে। সরকার দৃঢ় না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে পড়বে।”

জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, এবি পার্টি নিজস্বভাবে সর্বাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে, তবে একটি মধ্যপন্থী জোট গঠনের প্রয়াসও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এবি পার্টি কেবল নির্বাচনকেন্দ্রিক নয়, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ঐক্য রক্ষায় দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনে কাজ করছে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “এই সরকার গণঅভ্যুত্থানের ফসল। কেউ কেউ একে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের সরকার বলে হেয় করার চেষ্টা করছে। ইতিহাস প্রমাণ করে, রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নেতৃত্বকে ভিলেন বানিয়ে দেয়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট আবুল কাশেম, (রাজশাহী) সাঈদ নোমান, (ময়মনসিংহ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন, (বরিশাল) গাজী নাসির, এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত