ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

যে তিন বিষয়ের কারণে এইচএসসি ফলাফলে ধস

২০২৫ অক্টোবর ১৬ ১৩:০৪:২৩

যে তিন বিষয়ের কারণে এইচএসসি ফলাফলে ধস

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের পারফরম্যান্স বিশ্লেষণে দেখা গেছে যে তিনটি বিষয় উত্তীর্ণদের সংখ্যা কমাতে প্রধান ভূমিকা রেখেছে। বিশেষ করে হিসাববিজ্ঞান, ইংরেজি এবং আইসিটি শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ফলাফলে দেখা গেছে, হিসাববিজ্ঞানে ফেলের হার সর্বোচ্চ, ৪১.৪৬ শতাংশ। ইংরেজিতে ফেল করেছেন ৩৮.৮ শতাংশ শিক্ষার্থী এবং আইসিটিতে ফেলের হার ২৭.২৮ শতাংশ। এই তিনটি বিষয় পরীক্ষার্থীদের পাসের হার কমিয়ে দেয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

ঢাকা বোর্ডে বুধবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবারের পরীক্ষায় মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন উত্তীর্ণ হয়েছেন।

ছাত্রীদের পারফরম্যান্স ছাত্রদের তুলনায় অনেক এগিয়ে। মোট উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন, ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। পাসের হার ছাত্রদের ৫৪.৬০ শতাংশ এবং ছাত্রীদের ৬২.৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৫৩ জন ছাত্র এবং ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী।

ফলাফল শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবংwww.educationboardresults.gov.bd থেকে দেখতে পারবে। এছাড়া ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত https://rescrutiny.eduboardresults.gov.bd-এ।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত