ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বোর্ডভিত্তিক পাসের হার: কে সেরা, কে পিছিয়ে ?

২০২৫ অক্টোবর ১৬ ১১:৫৫:৫০

বোর্ডভিত্তিক পাসের হার: কে সেরা, কে পিছিয়ে ?

নিজস্ব প্রতিবেদক:চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বোর্ডভিত্তিক পাসের হারে বড় ধরনের তারতম্য দেখা গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ— যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক জানান, ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে এগিয়ে মাদরাসা শিক্ষা বোর্ড, যেখানে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড— ৬৪ দশমিক ৬২ শতাংশ নিয়ে। তৃতীয় স্থানে বরিশাল বোর্ড, পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ।

অন্যদিকে সবচেয়ে কম পাসের হার দেখা গেছে কুমিল্লা বোর্ডে— মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া যশোর বোর্ডে ৫০ দশমিক ২০, সিলেটে ৫১ দশমিক ৮৬, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ এবং রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৬৭ শতাংশ।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ— ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। শিক্ষা বোর্ডগুলো বলছে, কঠোর মূল্যায়ন নীতি এবং নতুন সিলেবাসের কারণে ফলাফলে এমন পার্থক্য এসেছে।

ফলাফল জানতে পরীক্ষার্থীরাwww.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড ও রোল নম্বরের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এছাড়া মোবাইলের এসএমএসের মাধ্যমে “HSCবোর্ডরোলyear” লিখে 16222 নম্বরে পাঠালেও ফল পাওয়া যাবে।

পুনঃনিরীক্ষণের জন্য আবেদন নেওয়া হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, অনলাইনে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। শিক্ষাবোর্ডগুলো পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে।

এ বছর ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত