ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
চাকসু নির্বাচন
ক্যাম্পাসে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল–শিবির
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ফলাফল ঘিরে বুধবার (১৫ অক্টোবর) রাতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে। বিশেষ করে রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট ও আশপাশের এলাকায় মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। দেখা গেছে, উভয়পক্ষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেটের দুই পাশে অবস্থান নিয়েছে। অনেকে আবার মোবাইল ফোনে নিজেদের অবস্থান সম্পর্কে যোগাযোগ রাখছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের কোনো কোনো ফলাফল ঘোষণা হলে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলীয় নেতাকর্মীরা। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শিবিরকর্মী এহসানুল হক বলেন, আমরা সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। কিন্তু এখন কিছু পক্ষ ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছে বলে শুনছি। তাই আমরা মাঠে আছি যেন কোনো অনিয়ম না হয়। আমাদের একমাত্র দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষ ফলাফল।
অন্যদিকে ছাত্রদলকর্মী মো. শাহজাহান বলেন, ছাত্রদলের প্রার্থীরা ভালো করেছে। কিছু কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে, আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসী যে ফলাফল আমাদের পক্ষে যাবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরের পক্ষ নিচ্ছে। কেউ ফলাফল পাল্টানোর চেষ্টা করলে আমরা চুপ থাকব না। আমাদের চাওয়া, ভোট গণনা যেন সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়।
ছাত্রদলের চবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, বহিরাগত শিবিরকর্মীরা এসে উসকানিমূলক আচরণ করছে এবং ওই এলাকায় অবস্থান নিয়েছে।
অন্যদিকে শিবির সমর্থিত জোটের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ছাত্রদল এসে স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে। আমরা সংঘর্ষ চাই না।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে এখনো ভোট গণনা চলমান। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক কেএম আরিফুল হক সিদ্দিকী জানান, এবার প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। চাকসুর ২৬টি পদে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলাফল ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা ১৪টি এলইডি স্ক্রিনে তা সরাসরি দেখানো হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল