ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

আজ শাহবাগ অবরোধে নামছেন শিক্ষকরা

২০২৫ অক্টোবর ১৫ ০৮:৩৫:৪০

আজ শাহবাগ অবরোধে নামছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ টানা তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন। ক্রমেই ঢাকার রাজপথে বাড়ছে তাদের উপস্থিতি। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি (ব্লকেড) ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক নেতারা, যা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড অনুষ্ঠিত হবে। সারা দেশের শিক্ষক-কর্মচারীরা রাজপথে নেমে আসুন, বিজয় আমাদের নিশ্চিত।” এর আগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করে জানান, সরকার প্রজ্ঞাপন না দিলে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে।

শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে তারা শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক শিক্ষক এখনো অবস্থান করছেন। তারা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে প্রবেশ করবেন না। দেশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা ক্লাসে না গিয়ে স্কুল প্রাঙ্গণ ও লাউঞ্জে অবস্থান করছেন।

এর আগে রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকরা পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট রূপরেখা না দিলে আন্দোলন আরও জোরদার করা হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত