ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন দিচ্ছে মালয়েশিয়া
.jpg)
ডুয়া ডেস্ক: গুরুত্বপূর্ণ খাতে শ্রমিক সংকট নিরসনে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটার আবেদনগুলো কেস-বাই-কেস ভিত্তিতে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, শ্রমবাজারে ভারসাম্য রক্ষা ও উৎপাদন খাতে কর্মশক্তির ঘাটতি পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনটি প্রধান খাত ও দশটি উপখাতে এই বিশেষ অনুমোদন সুবিধা কার্যকর হবে। প্রধান তিন খাত হলো বৃক্ষরোপণ, কৃষি, এবং খনি ও খনন।
অন্যদিকে, সুবিধাপ্রাপ্ত ১০ উপখাতের মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষেবা, ধাতু ও স্ক্র্যাপ সামগ্রী, ভবন রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, পাইকারি ও খুচরা ব্যবসা, লন্ড্রি, রেস্তোরাঁ, স্থলভিত্তিক গুদামজাতকরণ, কার্গো হ্যান্ডলিং, সরকারি প্রকল্পের আওতাধীন নির্মাণ কাজ এবং মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগ খাত।
সাইফুদ্দিন বলেন, এই উদ্যোগের মাধ্যমে সরকার শুধু গুরুত্বপূর্ণ খাতের শ্রম ঘাটতি মেটাচ্ছে না, বরং অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণের মধ্যে ভারসাম্য রাখার ক্ষেত্রে মাদানি সরকারের প্রতিশ্রুতিও তুলে ধরছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই বিশেষ প্রক্রিয়ার আওতায় বিদেশি কর্মীর প্রয়োজনীয়তা থাকলে সংশ্লিষ্ট নিয়োগকর্তারা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ওয়ান স্টপ সেন্টার (ওএসসি ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট)-এ আবেদন করতে পারবেন। প্রতিটি আবেদন উপদ্বীপ মালয়েশিয়ার শ্রম বিভাগ (জেটিকেএসএম) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়নের মাধ্যমে অনুমোদিত হবে।
এছাড়া, আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এবং আবেদনগুলো তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট খাতে প্রকৃত শ্রম চাহিদার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। সরকার মনে করছে, এই নমনীয় ও চাহিদাভিত্তিক পদ্ধতি শিল্পখাতের কার্যক্রমে দক্ষতা বাড়াবে এবং তাদের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে সাহায্য করবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে সরকার আগামী বছর বিদেশি কর্মী নিয়োগের নীতি ও ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পর্যালোচনা ও শক্তিশালী করতে পারবে। যা ২০৩০ সালের মধ্যে দেশের মোট কর্মশক্তির মধ্যে বিদেশি শ্রমিকের সংখ্যা ১০ শতাংশে সীমিত রাখার জাতীয় লক্ষ্য পূরণে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- মিউচুয়াল ফান্ডে আসছে বড় সংস্কার, খসড়া বিধিমালা প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি