ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১৩ অক্টোবর)

২০২৫ অক্টোবর ১৩ ০৯:৫৮:০২

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১৩ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় সোমবার (১৩ অক্টোবর) বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন দিনভর নানা কর্মসূচি আয়োজন করেছে। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হবে, যা রাজধানীর রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে নজর কাড়বে।

বিএনপি সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্মরণ সভা আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান। এক ঘণ্টা পরে, সকাল ১১টায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

দুপুর ১২টা ৩০ মিনিটে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করবেন। এতে ধর্মসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং সরকারের নীতি সম্পর্কে জানানো হবে।

রাজধানীতে এ ধরনের কর্মসূচি প্রতিদিনই চলে থাকে, তবে আজকের আয়োজনগুলো রাজনৈতিক ও সামাজিক গুরুত্বে বিশেষভাবে নজরকাড়া।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত