ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
শেয়ারবাজারে হঠাৎ 'রাজনৈতিক গুজব' ও উদ্বেগে টানা পতন

মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার

মোবারক হোসেন: রাজনৈতিক গুজব, বিনিয়োগকারীদের উদ্বেগ এবং আর্থিক খাতের অনিশ্চয়তার কারণে গতকাল ঢাকা শেয়ারবাজারে তীব্র দরপতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট বা ১.৫৩% কমে ৫ হাজার ২০২ পয়েন্টে নেমে আসে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন।
এই পতন টানা পঞ্চম দিনের মতো অব্যাহত থাকল। এই ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক মোট ২৪৫ পয়েন্ট হারিয়েছে। একই সময়ে শেয়ারবাজারের বাজার মূলধনও প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকা কমে গেছে।
গতকাল ব্লু-চিপ ডিএস৩০ সূচক ৩৪ পয়েন্ট বা ১.৭০% কমে ১ হাজার ৯৯৮ পয়েন্টে এবং শরিয়াহ-ভিত্তিক ডিএসইএস সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
পতনের নেপথ্যে গুজব ও ব্যাংকের মার্জার
বাজার বিশ্লেষক এবং ব্রোকারেজ হাউসের নির্বাহীরা এই টানা পতনের জন্য রাজনৈতিক গুজব, নিয়ন্ত্রক সংস্থার অনিশ্চয়তা এবং ব্যাংক ও আর্থিক খাতের চাপকে দায়ী করেছেন।
প্রথম শ্রেণির একটি ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক ডুয়া নিউজকে বলেন, আর্থিক খাতের হতাশাজনক কিছু ঘটনার কারণে বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ থেকেই সাম্প্রতিক এই বিক্রিচাপ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, "বাজার প্রধানত গুজব ও ব্যাংক স্টকের পতনের কারণে গত পাঁচ সেশন ধরে চাপে রয়েছে। পাঁচটি ব্যাংকের একীভূতকরণের পর শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না বলে বাংলাদেশ ব্যাংক যে বার্তা দিয়েছে, তাতে বিনিয়োগকারীরা চিন্তিত।" তার মতে, এই ঘোষণার ফলে বিশেষ করে ব্যাংক স্টকে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক-জনিত বিক্রি (panic-driven sell orders) দেখা দিয়েছে।
বিএসইসি-এর কড়াকড়ির গুঞ্জন এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সতর্কতা
ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বাজারে আরও এক দফা গুজব ছড়িয়েছে, যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস আরও কমিয়ে দিয়েছে।
তিনি বলেন, "গুজব রয়েছে যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি কোম্পানির আইপিও (আইপিও) প্রক্রিয়ায় কথিত অনিয়মের সাথে জড়িত বেশ কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে। এই কারণে অনেক প্রাতিষ্ঠানিক ও উচ্চ-নিট-সম্পদধারী বিনিয়োগকারী 'দেখো এবং অপেক্ষা করো' নীতি অবলম্বন করছেন।"
বাজার সূত্র অনুযায়ী, এই জল্পনার মধ্যে সাবেক বিএসইসি কমিশনার আরিফ খান, কয়েকটি ইনভেস্টমেন্ট ব্যাংক এবং অডিট ফার্মের ওপর নিষেধাজ্ঞা ও জরিমানা আসার কথা রয়েছে। যদিও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ হয়নি, তবে গুজবই লেনদেন ফ্লোরে সতর্কতা সৃষ্টি করার জন্য যথেষ্ট।
রাজনৈতিক চাপ ও কারসাজির সুযোগ
একটি মার্চেন্ট ব্যাংকের সিইও বলেন, মার্জিন ঋণ বিধিমালায় অংশীজনদের মতামত ছাড়াই পরিবর্তন ও চূড়ান্ত করা হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে।
অন্যদিকে, রাতারাতি ছড়িয়ে পড়া রাজনৈতিক গুজবও বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি বলেন, "রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজবের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের ঢেউ লাগে। ধারণা করা হচ্ছে, কিছু সুযোগসন্ধানী গোষ্ঠী এই বিভ্রান্তির সুযোগ নিয়ে দাম কমিয়ে ভালো মৌল ভিত্তির স্টকগুলো সস্তায় কেনার চেষ্টা করছে।" তবে তিনি যোগ করেন, এই ধরনের অস্থিরতা সাময়িক এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই বাজার স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ক্ষেত্রভিত্তিক বিপর্যয় ও লেনদেনের চিত্র
ইবিএল সিকিউরিটিজ তাদের দৈনিক পর্যালোচনায় জানায়, নিয়ন্ত্রক ব্যবস্থা এবং সামগ্রিক বাজার গতিশীলতা নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা সতর্ক থাকায় রোববার বিক্রিতাপ বৃদ্ধি পায় এবং বেশিরভাগ খাতেই সংশোধন ঘটে।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, রাজনৈতিক ও নিয়ন্ত্রক উত্তেজনার কারণে স্বল্পমেয়াদী অস্থিরতা থাকলেও, পরিস্থিতি স্থিতিশীল হলে এবং চলতি মাসের শেষের দিকে কর্পোরেট আয়ের (corporate earnings) ঘোষণা শুরু হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে