ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
নতুন দলের নিবন্ধন প্রক্রিয়ায় ইসির বিরুদ্ধে প্রহসনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) 'তদন্তের নামে প্রহসন' করছে বলে অভিযোগ করেছে অপেক্ষায় থাকা দলগুলো। তাদের দাবি, তৃতীয় দফার তদন্তের নামে কালক্ষেপণ না করে দ্বিতীয় দফার তদন্তের ভিত্তিতে আগামী ১৬ অক্টোবরের মধ্যে যোগ্য দলগুলোকে নিবন্ধন দিতে হবে।
রোববার (১২ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে লিখিতভাবে এই দাবি জানানো হয়। ইসি এর আগে ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিল। এই দলগুলোর মধ্যে রয়েছে আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং আরও কয়েকটি।
দলগুলোর নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, কিন্তু নিবন্ধন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। তারা একটি দলকে প্রথম তদন্তেই নিবন্ধন দেওয়া এবং অন্যদের বারবার তদন্তের মুখোমুখি করাকে 'প্রশাসনিক বৈষম্য' হিসেবে উল্লেখ করেছেন।
ইসি সূত্র জানিয়েছে, মোট ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রাথমিক বাছাই এবং পুনর্বাছাইয়ের পর ২২টি দলের ওপর মাঠ পর্যায়ের তদন্ত হয়। এদের মধ্যে ৭টি দলের আবেদন বাতিল করা হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্ত চলছে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তদন্তে সবকিছু ইতিবাচক থাকলে দলগুলোকে নিবন্ধন দেওয়া হবে এবং এরপর দাবি-আপত্তির জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে