ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
৪৬ কোটি টাকায় নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’
.jpg)
নিজস্ব প্রতিবেদক: ঢাকার ওসমানী উদ্যানে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ প্রকল্পের কাজ, যা ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত হচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রবিবার (১২ অক্টোবর) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, স্মৃতিস্তম্ভের পাইলিং কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি বছরের ডিসেম্বরেই পুরো নির্মাণকাজ শেষ হবে। তিনি আরও বলেন, “যখন জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ কেউ নেয়নি, তখন স্থানীয় সরকার উপদেষ্টার নির্দেশনায় ডিএসসিসি এই ঐতিহাসিক কাজ হাতে নিয়েছে।”
স্মৃতিস্তম্ভটির নকশা অনুযায়ী এটি একটি বৃত্তাকার বেদির ওপর নির্মিত হবে। এতে থাকবে মাঝখানে ৯০ ফুট উচ্চতার একটি স্বতন্ত্র বৃত্তাকার কলাম এবং দুই পাশে চারটি করে মোট আটটি আয়তাকার পারসিভড কলাম। স্মৃতিস্তম্ভে প্রবেশের জন্য দুটি প্রবেশপথ থাকবে, যার প্রবেশমুখে থাকবে শহীদদের স্মৃতিবাহী এপিটাফ। পুরো এলাকা সাজানো হবে কৃষ্ণচূড়া জাতীয় বৃহদাকার ফুলের গাছ দিয়ে, যা প্রতীকীভাবে শহীদদের রক্তের অঙ্গীকার বহন করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভের নকশা ও নির্মাণে শহীদদের আত্মত্যাগ ও জুলাই ইতিহাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।” তিনি আরও যোগ করেন, “এই প্রকল্প নিয়ে কিছু মহল রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। অথচ বিগত ফ্যাসিবাদী আমলে অনেক অপ্রয়োজনীয় ভাস্কর্যে কয়েকশ কোটি টাকা খরচ হয়েছে, তখন কোনো প্রশ্ন তোলা হয়নি।”
তিনি বলেন, “বিগত সরকারের শুধু পরামর্শক ফিতেই যে টাকা ব্যয় হয়েছে, তা দিয়েই এখন আমরা পুরো স্মৃতিস্তম্ভ নির্মাণ করছি। সব বাধা মোকাবেলা করে শহীদদের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় শহীদদের স্মরণে দোয়া করা হয় এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি ঔষধি গাছ রোপণ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম