ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

আন্দোলন থেকে শিক্ষকদের গ্রেপ্তারের ব্যাপারে যা বললেন ডিসি

২০২৫ অক্টোবর ১২ ১৬:২৬:৫৮

আন্দোলন থেকে শিক্ষকদের গ্রেপ্তারের ব্যাপারে যা বললেন ডিসি

নিজস্ব প্রতিবেদক: প্রেস ক্লাবের সামনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতনভিত্তিক ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে চলমান অবস্থান কর্মসূচি পুলিশ সরিয়ে দিয়েছে। এই সময় কয়েকজন শিক্ষককে সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, “অধিকাংশ শিক্ষক চলে গেছেন। যাদের সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা বা দীর্ঘ সময় আটক রাখার কোনো পরিকল্পনা নেই। আমাদের মূল লক্ষ্য হল জনগণের চলাচল নির্বিঘ্ন রাখা। আমরা শিক্ষকদের সম্মান করি।”

তিনি আরও বলেন, “শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর তারা নিজেদের সিদ্ধান্তে পৌঁছেছেন। এরপর শিক্ষকরা প্রেস ক্লাবের অবস্থান স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে গেছেন।”

এদিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, “জনদুর্ভোগ এড়াতে আমাদের অবস্থান কর্মসূচি এখন থেকে শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করেই আমরা শ্রেণিকক্ষে ফিরব।”

এছাড়া শিক্ষকরা শহীদ মিনার থেকে তাদের কর্মসূচি চালিয়ে যেতে এবং বিভিন্ন ধাপে আন্দোলন সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত