ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
জাতীয় নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বিএনপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আগে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৎপর হয়ে উঠেছে বিএনপি। দলের শীর্ষ নেতৃত্ব অক্টোবরের মধ্যেই সব আসনের মনোনয়ন চূড়ান্ত করতে চায়। এজন্য সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। এসব বৈঠকে গুরুত্ব পাচ্ছে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও জয়ের সম্ভাবনা।
দলীয় সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহ থেকেই বিভিন্ন অঞ্চলের প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন। প্রথমে প্রতিটি নির্বাচনী এলাকার সব প্রার্থীকে একসঙ্গে ডাকা হলেও পরবর্তীতে একে একে ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “জরিপ ও মাঠপর্যায়ের প্রতিবেদনে স্থানীয়ভাবে যারা সবচেয়ে গ্রহণযোগ্য, কেবল তারাই বৈঠকের ডাক পাচ্ছেন।”
জ্যেষ্ঠ নেতাদের হিসেবে, সারাদেশে প্রায় দেড় হাজার নেতা বিএনপির মনোনয়নের জন্য আবেদন করেছেন। এরই মধ্যে স্থায়ী কমিটির সদস্যরা বরিশাল, কুমিল্লা ও রাজশাহীর প্রার্থীদের সঙ্গে আলোচনা করেছেন, আর মির্জা ফখরুল খুলনা বিভাগের প্রার্থীদের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন।
গত ৬ অক্টোবর তারেক রহমান দলের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমরা এমন প্রার্থী চাই, যিনি এলাকার মানুষ ও সমস্যা সম্পর্কে জানেন এবং তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।”
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর দাবি, “৩০০ আসনের মধ্যে প্রায় ১৫০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করা গেছে। তবে বাকি আসনগুলোতে জটিলতা রয়েছে।” তিনি জানান, “যেসব এলাকায় একাধিক শক্তিশালী প্রার্থী আছে, সেখানে সিনিয়র নেতারা নিজ উদ্যোগে সমন্বয় করছেন।”
হাইকমান্ডের নির্দেশে বিদ্রোহ এড়াতে বিকল্প পদ ও সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মনোনয়নবঞ্চিতদের। এমরান সালেহ প্রিন্স বলেন, “মনোনয়ন না পাওয়া নেতাদের জেলা পরিষদ বা উপজেলা পর্যায়ে পদ দেওয়া হবে। কাউকেই বাদ রাখা হবে না।”
তবে প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় কিছু প্রার্থী হতাশা প্রকাশ করেছেন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণায় মাঠে নেমে গেলেও বিএনপি প্রার্থীরা এখনো কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায়।
রাজবাড়ীর এক প্রার্থী বলেন, “জামায়াতের প্রার্থীরা ভোটারদের সঙ্গে দেখা করছেন, কিন্তু আমরা এখনো জানি না কে টিকিট পাব।”
বগুড়ার আরেক প্রার্থী বলেন, “মানুষ প্রশ্ন করছে, অথচ আমাদের কাছে কোনো উত্তর নেই।” ময়মনসিংহের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, “প্রতিদ্বন্দ্বীরা অনেক এগিয়ে, আমাদের প্রক্রিয়াই এখনো শেষ হয়নি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ব্রাজিল, আর্জেন্টিনা-বাংলাদেশের ম্যাচ: কবে, কখন, কোথায়-দেখুন সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: কবে, কোথায়, কখন-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে