ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

উপদেষ্টাদের প্রত্যেকেই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

২০২৫ অক্টোবর ১০ ২৩:৫১:০০

উপদেষ্টাদের প্রত্যেকেই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাহী কমিটির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সেইফ এক্সিটের কথা আর কী বলব, উপদেষ্টাদের প্রত্যেকেই তো বিদেশি নাগরিক।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, দেশে গণ্ডগোল লাগলে উপদেষ্টারা বিদেশে চলে যেতে পারবেন, কিন্তু আমরা বা সাধারণ মানুষ পারব না। আমাদের তো বিদেশের কোনো ভিসা লাগানো নেই। তাই সরকারের প্রতি অনুরোধ, এমন কোনো অন্যায়, দুর্নীতি বা প্রতিশ্রুতি দেবেন না যাতে পরে সেইফ এক্সিট-এর প্রয়োজন হয়।

তিনি উপদেষ্টাদের উদ্দেশে বলেন, সততা, স্বচ্ছতা আর দেশপ্রেম বজায় রেখে দায়িত্ব পালন করুন, যাতে সেইফ এক্সিট নিয়ে ভাবতে না হয়।

আগামী নির্বাচন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আমরা ধরে নিয়েছি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, ইনশাআল্লাহ। কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে বা মনে করে ফেব্রুয়ারিতে ভোট হলে তাদের জয়ের সম্ভাবনা নেই, তবে ভুল করবে। নির্বাচনের সময় পেছানোর চিন্তা করলে আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।

নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকে ভাবছেন আওয়ামী লীগ না থাকলে নির্বাচন সহজ হবে এটি ভুল ধারণা। সহজ হবে না, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত