ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রনদা প্রসাদ রয় স্কলারশিপ পেলেন যারা

মোবারক হোসেন
মোবারক হোসেন

রিপোর্টার

২০২৫ অক্টোবর ০৯ ১৩:১৯:৪৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রনদা প্রসাদ রয় স্কলারশিপ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালের বি.এস.এস. (সম্মান) পরীক্ষায় গণিত ও ফলিত গণিত বিভাগে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী দুই শিক্ষার্থীকে রনদা প্রসাদ রয় অ্যাওয়ার্ড অফ একাডেমিক এক্সিলেন্স ট্রাস্ট ফান্ড থেকে এককালীন স্কলারশিপ প্রদান করা হয়েছে।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৪) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সনের বি.এস.এস. (সম্মান) পরীক্ষায় এবং ফলিত গণিত বিষয়ে নিম্নোক্ত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের প্রত্যেককে Ronoda Prasad Roy Award of Academic Excellence Trust Fund হতে এককালীন ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা করে স্কলারশিপ মঞ্জুর করা হয়েছে।

শিক্ষার্থীদের তালিকা:

১। Joyonti Ghosh

বি.এস. (সম্মান), গণিত বিভাগ

পরীক্ষার সন/রোল: ২০২৩/২৩৩৩২২৯, রোকেয়া হল

২। Avoy Roy

বি.এস. (সম্মান), ফলিত গণিত বিভাগ

পরীক্ষার সন/রোল: ২০২৩/২৩৩০৫৭৭, জগন্নাথ হল

বিঃ দ্রঃ- পরবর্তীতে সময়ে কোনরূপ ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা যথাযথ সংশোধনের সাপেক্ষে এ স্কলারশিপ মঞ্জুর করা হয়েছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত