ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তাব বিএনপির

২০২৫ অক্টোবর ০৯ ০১:২০:২০

একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তাব বিএনপির

নিজস্ব প্রতিবেদক: বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই একটি গণভোটের বিষয়ে মতামত দিয়েছে, যেন পৃথক কোনো নির্বাচন আয়োজন করে সময়ক্ষেপণ না হয়।

বুধবার (৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ গণভোট বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে এসব কথা বলেন।

সালাহ উদ্দিন আহমদ পরামর্শ দেন যে, সামনে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের সাথেই গণভোট আয়োজন করা যেতে পারে। তিনি মনে করেন, জনগণ সংস্কার চায় এবং জুলাই সনদ বাস্তবায়ন চায়, যা সেমিলটেনিয়াস ইলেকশনের মাধ্যমে হতে পারে। তিনি বলেন, আরেকটি বিশাল নির্বাচনী আয়োজন করলে তা নির্বাচনকে বিলম্বিত করার প্রয়াস হবে, তাই জাতীয় স্বার্থে এটি পরিহার করা উচিত। একই দিনে নির্বাচনের সময় গণভোটের আয়োজন করলে অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতাসহ সকল জটিলতা পরিহার করা যাবে, শুধু আরেকটি ব্যালট পেপার যুক্ত হবে।

সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, জুলাই সনদ গৃহীত হওয়ার জন্য সংসদে স্বাধীনতা থাকতে হবে এবং সনদ গৃহীত ও সংবিধান সংশোধনী হলে দ্বিতীয় কক্ষ গঠন করা যাবে। তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়া শেষ হয়েছে এবং এখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা উচিত। তিনি উল্লেখ করেন, জুলাই সনদে কিছু 'নোট অফ ডিসেন্ট' রয়েছে, যা রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হলে সে মতে ব্যবস্থা নিতে পারবে। জুলাই সনদ একটি টোটাল প্যাকেজ হিসেবে গণভোটের জন্য যাবে।

গণভোট বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সালাহ উদ্দিন বলেন, জুলাই সনদ আদেশ প্রজ্ঞাপন আকারে গেজেট নোটিফিকেশনে যাবে এবং সেই প্রজ্ঞাপনের সূত্র ধরে গণভোটের আইন তৈরি হবে। এতে উল্লেখ থাকবে যে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, পৃথক নির্বাচনের আয়োজন করলে জাতির পক্ষে এই স্বল্প সময়ের মধ্যে তা সম্ভব হবে না এবং এর কোনো প্রয়োজনও নেই।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত