ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
গাজা ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তার সরকারের দুই মন্ত্রী এবং একটি অস্ত্র কোম্পানির প্রধান নির্বাহীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করা হয়েছে। ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য নিশ্চিত করেন জর্জিয়া মেলোনি।
তিনি জানান, তার পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এবং লিওনার্দো–এসপিএ কোম্পানির প্রধান নির্বাহী রবার্তো চিনগোলানিতের নামেও অভিযোগ গঠন করা হয়েছে।
নিজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিস্ময় প্রকাশ করে মেলোনি বলেন, “আমি মনে করি না পৃথিবীতে বা ইতিহাসে এ ধরণের অভিযোগের আর কোনো নজির আছে।” তবে কারা এই মামলা দায়ের করেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত ১ অক্টোবর দায়েরকৃত এই মামলার পেছনে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের আইনের অধ্যাপক, আইনজীবী ও নাগরিক সমাজের প্রায় ৫০ জন ব্যক্তি। তাদের অভিযোগ— ইতালিয়ান সরকার ও কোম্পানিগুলো ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে গাজায় গণহত্যা চালাতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে।
অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে, প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে ইতালীয় সরকার ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অংশীদার হয়ে উঠেছে। এফপির তথ্য অনুযায়ী, একটি ফিলিস্তিনি অ্যাডভোকেসি গ্রুপ আইসিসিকে আহ্বান জানিয়েছে যেন তারা মেলোনি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।
প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ গত জুলাইয়ে গাজায় গণহত্যায় জড়িত আন্তর্জাতিক কোম্পানিগুলোর একটি তালিকা প্রকাশ করেছিলেন। সেখানে ইতালির সামরিক শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ-কে অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত