ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
গাজা ইস্যুতে ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মামলা
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান ইসরায়েলি গণহত্যায় সহযোগিতার অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তার সরকারের দুই মন্ত্রী এবং একটি অস্ত্র কোম্পানির প্রধান নির্বাহীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করা হয়েছে। ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ তথ্য নিশ্চিত করেন জর্জিয়া মেলোনি।
তিনি জানান, তার পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো, পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি এবং লিওনার্দো–এসপিএ কোম্পানির প্রধান নির্বাহী রবার্তো চিনগোলানিতের নামেও অভিযোগ গঠন করা হয়েছে।
নিজের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিস্ময় প্রকাশ করে মেলোনি বলেন, “আমি মনে করি না পৃথিবীতে বা ইতিহাসে এ ধরণের অভিযোগের আর কোনো নজির আছে।” তবে কারা এই মামলা দায়ের করেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত ১ অক্টোবর দায়েরকৃত এই মামলার পেছনে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের আইনের অধ্যাপক, আইনজীবী ও নাগরিক সমাজের প্রায় ৫০ জন ব্যক্তি। তাদের অভিযোগ— ইতালিয়ান সরকার ও কোম্পানিগুলো ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে গাজায় গণহত্যা চালাতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে।
অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে, প্রাণঘাতী অস্ত্র সরবরাহের মাধ্যমে ইতালীয় সরকার ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অংশীদার হয়ে উঠেছে। এফপির তথ্য অনুযায়ী, একটি ফিলিস্তিনি অ্যাডভোকেসি গ্রুপ আইসিসিকে আহ্বান জানিয়েছে যেন তারা মেলোনি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করে।
প্রসঙ্গত, জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ গত জুলাইয়ে গাজায় গণহত্যায় জড়িত আন্তর্জাতিক কোম্পানিগুলোর একটি তালিকা প্রকাশ করেছিলেন। সেখানে ইতালির সামরিক শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ-কে অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি