ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

জুবিন গার্গের মৃত্যু তদন্তে নতুন মোড়, গ্রেফতার পুলিশ কর্মকর্তা 

২০২৫ অক্টোবর ০৮ ১৪:৪০:০১

জুবিন গার্গের মৃত্যু তদন্তে নতুন মোড়, গ্রেফতার পুলিশ কর্মকর্তা 

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর তদন্তে এবার চাঞ্চল্যকর মোড় এসেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ইয়ট পার্টিতে উপস্থিত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রয়াত গায়কের জ্ঞাতিভাই ও আসাম পুলিশ সার্ভিসের কর্মকর্তা সন্দীপন গার্গ। এই গ্রেফতারের পর আলোচিত মামলার তদন্তে নতুন দিক উন্মোচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবে অংশ নিতে গিয়ে প্রাণ হারান ৪৮ বছর বয়সী জুবিন গার্গ। একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় ঘটে তার মৃত্যুর ঘটনা। প্রথমে এটিকে দুর্ঘটনা মনে করা হলেও ধীরে ধীরে বেরিয়ে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য, যা ইঙ্গিত দিচ্ছে পরিকল্পিত হত্যার দিকে।

ঘটনার পরই গ্রেফতার করা হয় গায়কের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত ও সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকে। পরে তদন্তের মূল ফোকাস হয়ে ওঠে ইয়ট পার্টিতে উপস্থিত সন্দীপন গার্গ।

আসাম সিআইডি জানিয়েছে, সন্দীপনের গ্রেফতার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে। কারণ মৃত্যুর সময় পার্টিতে তার উপস্থিতি এবং পারিপার্শ্বিক ঘটনা এখন তদন্তের কেন্দ্রবিন্দু।

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে আরেকটি বিস্ফোরক তথ্য—মৃত্যুর কিছুদিন আগে জুবিনের দুই ব্যক্তিগত দেহরক্ষীর ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি রুপি স্থানান্তরের তথ্য মিলেছে। অর্থ লেনদেনের এই রহস্য ঘিরে চলছে তীব্র তদন্ত।

সংগীতপ্রেমী ভারতীয় সমাজ ও সংস্কৃতি অঙ্গন এখনো শোকে আচ্ছন্ন এই তারকার মৃত্যুতে। সন্দীপনের গ্রেফতার মামলার তদন্তে এক নতুন নাটকীয় পর্বের সূচনা করেছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত