ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

২০২৫ অক্টোবর ০৮ ১০:৫৮:৪৯

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অভিযান চলাকালীন ইসরায়েলি বাহিনী আটক করেছে। বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওবার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন শহিদুল আলম।

ভিডিওতে তিনি বলেন, “আমি শহীদুল আলম, বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক। বর্তমানে আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী আটক করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল বন্ধু ও কমরেডকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।”

এর আগে মঙ্গলবার তিনি ফেসবুকে লিখেছিলেন, বুধবার ভোরে ‘রেড জোন’ বা বিপজ্জনক অঞ্চলে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। রেড জোন বলতে তিনি বোঝান সেই এলাকায়, যেখানে সম্প্রতি ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নৌবহর আটক করেছিল।

শহিদুল আলম লিখেছেন, ধীরগতির নৌযানগুলো যেন পেছনে না পড়ে তার জন্য নৌবহরের কিছু নৌযান সাময়িকভাবে ধীরগতিতে চলেছে। এরপর থাউজেন্ড ম্যাডলিনস নৌযানগুলোও তাদের সমকক্ষে এসেছে। বর্তমানে তারা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা অন্যান্য আন্তর্জাতিক সংগঠন থেকে আনুষ্ঠানিক মন্তব্য না আসা সত্ত্বেও এই ঘটনা আন্তর্জাতিক নজরের কেন্দ্রে রয়েছে। শহিদুল আলমের অপহরণ মানবাধিকার ও সাংবাদিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকে আবারও সামনে এনেছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত