ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
প্রশ্নবিদ্ধ বিসিবি নির্বাচন
কাউন্সিলরদের ডেকে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
মঙ্গলবার (৮ অক্টোবর) পল্টনের ভলিবল স্টেডিয়ামে জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
আমিনুল হক বলেন, ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের সরাসরি হস্তক্ষেপ হয়েছে। ক্রীড়া উপদেষ্টা নিজেই নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করেছেন এর প্রত্যেকটি ঘটনার প্রমাণ আমার কাছে আছে। আমি অবাক হয়েছি শুনে যে, ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরকে ডেকে হুমকি দিয়েছেন যেন তারা নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেন। অনেক কাউন্সিলর নিজে আমাকে ফোন করে এসব জানিয়েছেন।
তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ড বাংলাদেশের, কোনো ব্যক্তির নয়। কিন্তু বর্তমান ক্রীড়া উপদেষ্টা এটিকে ব্যক্তিগত করে নিয়েছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন, যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে সভাপতি বানাবেন। এই যে স্বেচ্ছাচারিতা ও সরকারি হস্তক্ষেপ, তা দেশের ক্রিকেটপ্রেমীরা সহজভাবে নেবে না।
প্রশ্নবিদ্ধ ক্লাব ও আদালতের বিষয়
বিসিবির ক্লাবভিত্তিক ভোট প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, যে চারটি ক্লাব নিয়ে ঝামেলা ছিল, সেই ক্লাবগুলো থেকেই এখন পরিচালক নির্বাচিত হয়েছেন। বুলবুল ভাইয়ের দেওয়া চিঠি আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল। আদালত রায় দিয়েছেন হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অর্থাৎ, যদি সেই চিঠি অবৈধ ঘোষণা করা হয়, তাহলে পুরো নির্বাচনই বাতিল হতে পারে।
প্রশ্নবিদ্ধ নির্বাচন মেনে নেওয়া যায় না
এমন নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমিনুল হক। আমরা যারা খেলাধুলার সঙ্গে জড়িত, এ ধরনের প্রশ্নবিদ্ধ নির্বাচন কখনোই মেনে নিতে পারি না। ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মাধ্যমে কাউন্সিলর মনোনয়ন করা হলেও পরে বুলবুল ভাই নিজেই অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নির্ধারণ বাধ্যতামূলক করেন। এটি আদালত পর্যন্ত গড়িয়েছে।
তিনি অভিযোগ করে আরও বলেন, ১৫টি ক্লাবের বিষয়ে অদ্ভুত আচরণ দেখা গেছে কখনও দুদকে পাঠানো, কখনও সাসপেন্ড করা, আবার ইচ্ছামতো সাসপেনশন তুলে নেওয়া। এই সাপ-বেজির খেলা আমাদের কষ্ট দিয়েছে।
নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগ
বিসিবি নির্বাচনে অর্থনৈতিক লেনদেনের অভিযোগও তোলেন আমিনুল হক। আমার কাছে তথ্য আছে, নির্বাচনে আর্থিক লেনদেন হয়েছে। এটা অত্যন্ত পীড়াদায়ক ও উদ্বেগজনক। যারা টাকা দিয়ে পরিচালক হয়েছেন, তাদের হাতে দেশের ক্রিকেট কতটা নিরাপদ থাকবে সেটা নিয়ে সবার মধ্যেই শঙ্কা আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা