ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সাবেক এমপি সামছুল আলম ও পরিবারের বিদেশ যাত্রা স্থগিত

২০২৫ অক্টোবর ০৭ ১৭:১৬:৫২

সাবেক এমপি সামছুল আলম ও পরিবারের বিদেশ যাত্রা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদু, তার স্ত্রী মেহের নিগার, মেয়ে সোহেলী নাজমিন তানিয়া ও ছেলে মেহেরাজ আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শাফিউল্লাহ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, সামছুল আলম দুদুর বিরুদ্ধে ২০১৪ সালের নির্বাচনের হলফনামায় তার সম্পদ ২০ লাখ ২৮ হাজার টাকা দেখানো হলেও বর্তমানে তার অবৈধ সম্পদের পরিমাণ এক কোটি ৫০ লাখ টাকার বেশি। অনুসন্ধানকালে জানা গেছে, সংসদ সদস্য থাকাকালে তিনি এবং তার পরিবারের নামে বিপুল সম্পদ অর্জন করেছেন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে তা অন্যত্র হস্তান্তর করার চেষ্টা করছেন।

আবেদনে বলা হয়, তারা বিদেশে চলে যেতে পারেন এবং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা রোধ করা আবশ্যক। সামছুল আলম দুদু ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পুনর্নির্বাচিত হন এবং ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও ওই আসন থেকে নির্বাচিত হন।

গত বছর ৫ আগস্ট বিগত সরকারের পদত্যাগের পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত