ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

মৃত্যু ছাড়া দায়িত্বহীনদের কোনো সেফ এক্সিট নেই: সারজিস

২০২৫ অক্টোবর ০৭ ১৬:০৯:০২

মৃত্যু ছাড়া দায়িত্বহীনদের কোনো সেফ এক্সিট নেই: সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়েছেন, যারা দায়িত্বশীলতার স্বচ্ছতা ছাড়া নির্বাচনের মাধ্যমে এক্সিট নিতে চান, তাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো নিরাপদ পথ নেই। তিনি বলেন, পৃথিবীর যেকোন প্রান্তে গেলেও বাংলাদেশের মানুষ তাদের অবশ্যই খুঁজে বের করবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয়ে এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করে সারজিস আলম বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও অভ্যুত্থানের পর স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে। তিনি আশা প্রকাশ করেন, কমিশন তার স্বাধীনতা ও আস্থা বজায় রেখে কাজ করবে।

সারজিস আলম আরও বলেন, কিছু উপদেষ্টাদের মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। কিন্তু শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে দায়িত্ব পালনে ভয় দেখালে তাদের এ দায়িত্ব পালনের প্রয়োজন নেই। এই ধরনের উপদেষ্টাদের জন্য মৃত্যু ছাড়া কোনো নিরাপদ পথ নেই।

তিনি বলেন, বাংলাদেশে যত ভালো মানুষ আছে, তারা একত্র হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করতে পারেন। কিন্তু আওয়ামী লীগের যে-কোনো সংস্করণ দেশের জন্য অভ্যুত্থানের পর প্রাসঙ্গিক নয়। এনসিপি তা কখনোই মেনে নেবে না।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত