ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

বিএনপির ওপর চাঁদাবাজির অভিযোগ চাপাচ্ছে সরকার: রুমিন ফারহানা

২০২৫ অক্টোবর ০৭ ১৫:৫৫:৫৭

বিএনপির ওপর চাঁদাবাজির অভিযোগ চাপাচ্ছে সরকার: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দেশে চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগগুলোর আশঙ্কাজনক মাত্রা থাকা সত্ত্বেও ওই অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার জনমনে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করছে। সম্প্রতি এক টকশোতে তিনি এসব মন্তব্য করেন।

রুমিন জানান, দলের অভ্যন্তরে শৃঙ্খলাভঙ্গ, নির্দেশ না মানা ইত্যাদি কারণে সাড়ে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে; তবে সবকেই চাঁদাবাজির দায়ে ছেঁটে ফেলা হয়নি। তিনি বলেন, ‘ফৌজদারি অপরাধ হলে আইন প্রয়োগের দায়িত্ব সরকারের; বিএনপি কখনও সরকারের কাছে অনুরোধ করেনি যে, আমাদের কেউ অপরাধ করলেই তাকে রক্ষা করবেন।’

রুমিন বলেন, বিএনপি যদি ক্ষমতায় এসে বাহিরের হস্তক্ষেপে নিজেদের নেতাকর্মীদের অপরাধ ঢেকে রাখে বা পুলিশকে বাধা দেয়, তাহলে দলকে দায়ী করা যাবে; কিন্তু বর্তমান সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়নি। তিনি আরও বলেন, দলীয় তদবির ও অনুশাসনবর্জিত আচরণ থাকলেও তা আলাদা প্রসঙ্গ।

রুমিন অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না; ফলে এমন অভিযোগের চাপ বিএনপির উপর টেনশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ‘রাজনীতিতে পারসেপশনের গুরুত্ব অনেক—সরকার চাইছে বিএনপি-কে চাঁদাবাজি সমৃদ্ধ দল হিসেবে উপস্থাপন করা হোক।’

সোশ্যাল মিডিয়ায় বট আইডির মাধ্যমে বিএনপির চরিত্রহানির কথাও উল্লেখ করে রুমিন দাবি করেন, ‘শত শত বট আইডি থেকে দলের বিরুদ্ধে প্রচারণা চলছে; এটা বিএনপি করতে পারেনি।’ তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালু হবে—দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রয়োজন হলে অভ্যন্তরীণ ও আইনি ব্যবস্থা নেয়া হবে।

রুমিনের এসব মন্তব্য বর্তমান সময়ে চাঁদাবাজি ও রাজনৈতিক দায়-দায়িত্ব নিয়ে যে বিতর্ক উঠেছে তার মধ্যেই এসেছে। আওয়ামী লীগ ও সরকার পক্ষের প্রতিক্রিয়া থাকলে তা বিবেচনায় নেয়া হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত