ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

৭ অক্টোবর ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ পালনের আহ্বান

২০২৫ অক্টোবর ০৬ ১৭:২৩:৪৩

৭ অক্টোবর ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে নতুন প্রজন্মকে জাগ্রত করতে ৭ অক্টোবরকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শহীদ আবরার ফাহাদের শাহাদাত দিবস উপলক্ষে এই বিশেষ দিবস পালনের ডাক দেয় সংগঠনটি।

সোমবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আবরার ফাহাদের আত্মত্যাগ কেবল একটি মর্মান্তিক ঘটনা নয়, বরং এটি জাতির আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক। তিনি আহ্বান জানান, দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মকে আধিপত্যবাদবিরোধী চেতনায় উজ্জীবিত করে তুলতে হবে, যাতে বিদেশি প্রভাব বা অন্যায়ের কাছে কোনোদিন মাথানত না করে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকতে পারে।

বিবৃতিতে শহীদ আবরার ফাহাদকে জাতীয় ঐক্য ও অনুপ্রেরণার বাতিঘর হিসেবে উল্লেখ করে বলা হয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ফ্যাসিবাদী শাসনের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের মাধ্যমে ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাস ও ছাত্র খুনের সংস্কৃতি শুরু হয়। শহীদ শরীফুজ্জামান নোমানীর হত্যার মধ্য দিয়ে এই ধারার পুনরুজ্জীবন ঘটে।

পরে আবরার ফাহাদের শাহাদাত গোটা জাতিকে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে অনুপ্রাণিত করে। বিবৃতিতে বলা হয়, বিরোধী মতের কারণে হত্যার যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল, তা প্রতিরোধের পথে মোড় নেয় আবরারের আত্মত্যাগের মাধ্যমে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে চলমান সংগ্রাম নতুন মাত্রা পায়, যা ২০২৪ সালের জুলাই বিপ্লবে পূর্ণতা পায় শহীদ আবু সাঈদ, শান্ত, মুগ্ধ, ওয়াসিম, আলী রায়হান, তাহির, রিয়া গোপ ও নাসিমাদের শাহাদাতের মধ্য দিয়ে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ