ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

শিক্ষক-কর্মচারীদের ভাতা বাড়াতে নতুন প্রস্তাব

২০২৫ অক্টোবর ০৬ ১৪:৫১:৫৩

শিক্ষক-কর্মচারীদের ভাতা বাড়াতে নতুন প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি উদাসীন রেখে বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানোর পরিপত্র জারি করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ শিক্ষকরা ১২ অক্টোবর থেকে ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

এই দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এবার নতুন প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। প্রস্তাবে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসাভাতা বৃদ্ধি এবং ঈদের বোনাস ৭৫ শতাংশে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। রোববার রাতে প্রস্তাব পাঠানো হয়, যার কপি সোমবার গণমাধ্যমে প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ।

মাউশি, কারিগরি শিক্ষা ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে মূল বেতনের ওপর ভিত্তি করে মাসিক এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসাভাতা এবং উৎসবভাতা হিসেবে ৫০ শতাংশ বোনাস পান। প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের সুবিধা বৃদ্ধির জন্য বাড়িভাড়া, চিকিৎসা ও বোনাসের হার যথাযথভাবে বৃদ্ধি করা প্রয়োজন।

বাড়িভাড়া শতকরা হারে প্রস্তাবিত হলে সরকারী ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, মাউশির আওতাধীন স্কুল ও কলেজগুলোর মাসিক খরচ ৩৯ কোটি ১৩ লাখ থেকে বেড়ে ১৯৬ কোটি টাকায় পৌঁছাবে। বছরের খরচও ৪৬৯ কোটি ৫২ লাখ থেকে ২ হাজার ৩৫১ কোটি ৯৫ লাখ টাকায় উন্নীত হবে। মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও একইভাবে ব্যয় বাড়বে।

শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ২০ শতাংশ হারে চাইলেও মন্ত্রণালয় ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারে হিসাব কষে প্রস্তাব পাঠিয়েছে। সর্বাধিক ২০ শতাংশ হারে বাড়িভাড়া দিলে স্কুল-কলেজের জন্য ২ হাজার ৩৫১ কোটি ৯৫ লাখ, মাদরাসার জন্য ৯০৭ কোটি ২ লাখ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১৪১ কোটি ৯০ হাজার টাকা খরচ হবে।

চিকিৎসাভাতাও মাসিক ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। উৎসবভাতা (বোনাস) বৃদ্ধির প্রস্তাবে কর্মচারীদের জন্য ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বোনাস বৃদ্ধি এবং শিক্ষকদের বোনাস ৫০ শতাংশে বহাল রাখার সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব পাঠিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। অনুমোদনের পর শিক্ষকেরা বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা শতকরা হারে পাবেন। বাংলাদেশের ২৬ হাজার ৪৪৭টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ৮০ হাজার শিক্ষক ও ১ লাখ ৭৭ হাজার কর্মচারী রয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত