ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সরকারি চাকরিজীবীদের ভোট নিশ্চিতে উদ্যোগ নিলেন সিইসি

২০২৫ অক্টোবর ০৬ ১২:৩৫:৪৪

সরকারি চাকরিজীবীদের ভোট নিশ্চিতে উদ্যোগ নিলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সংলাপে অংশগ্রহণকালে এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রবাসী ও দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তাদের ভোট নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এবার প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী ভোটের আওতায় আসবে। সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চাই। আমরা চাই নির্বাচন আয়নার মতো স্বচ্ছভাবে অনুষ্ঠিত হোক।”

সিইসি আরও বলেন, “নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব নয়। এছাড়া এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

তিনি আরও জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ করার সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, যারা আগে ভোট দিয়ে থাকতেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চারজন নির্বাচন কমিশনার এবং ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত