ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
৩৬ কোটি টাকার শেয়ার উপহার—শেয়ারবাজারে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক মির্জা ইয়াসির আব্বাস একটি বড় আকারের পারিবারিক লেনদেনের ঘোষণা দিয়েছেন। তিনি ব্যাংকটির মোট ৩ কোটি ১৩ লক্ষ শেয়ার তার মা, যিনি নিজেও ব্যাংকটির একজন স্পন্সর শেয়ারহোল্ডার, আফরোজা আব্বাস-কে উপহার হিসেবে হস্তান্তর করবেন। এই হস্তান্তরের মূল্য ৩৬ কোটি ৩৪ লক্ষ টাকা, যা শেয়ারবাজারের স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে একটি উল্লেখযোগ্য ঘটনা।
রবিবার (০৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বিপুল পরিমাণ শেয়ার 'উপহার' বা গিফট হিসেবে হস্তান্তর করা হবে। লেনদেনটি ডিএসই ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পাদিত হবে, যা সাধারণত স্পন্সর বা পরিচালকদের মধ্যে অভ্যন্তরীণ মালিকানা পুনর্গঠনের ক্ষেত্রে ঘটে থাকে। এই হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারিত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ রবিবার ঢাকা ব্যাংকের প্রতিটি শেয়ারের সমাপনী মূল্য ছিল ১১ টাকা ৬০ পয়সা। এই মূল্যকে ভিত্তি ধরে হিসাব করলে মির্জা ইয়াসির আব্বাসের হস্তান্তরের জন্য নির্ধারিত ৩ কোটি ১৩ লক্ষ শেয়ারের মোট আনুমানিক বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৩৬ কোটি ৩৪ লক্ষ টাকা।
শেয়ারবাজারে সাধারণত, এ ধরনের বড় আকারের পারিবারিক হস্তান্তরগুলো স্পন্সর গ্রুপের মধ্যে মালিকানা সুসংহত করা বা অর্থবছর শেষে কর সংক্রান্ত সুবিধা নেওয়ার কৌশল হিসেবে দেখা হয়। যদিও এই লেনদেন সাধারণ বিনিয়োগকারীদের জন্য সরাসরি কোনো প্রভাব ফেলে না, এটি কোম্পানির অভ্যন্তরীণ শেয়ার কাঠামোতে স্পন্সরদের সম্মিলিত অবস্থানকে আরও শক্তিশালী করে।
ঢাকা ব্যাংক-এর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, উপহার দেওয়ার আগে পরিচালক মির্জা ইয়াসির আব্বাসের ব্যক্তিগত মালিকানায় ৫,০০,৭৩,৬৫০টি শেয়ার ছিল।
ডিএসই-এর তথ্য অনুযায়ী, ঢাকা ব্যাংকের মোট শেয়ার সংখ্যা প্রায় ১০৫.৬৯ কোটি। এর বর্তমান মালিকানা বিন্যাস হলো: স্পন্সর পরিচালক ৪০.৯৮%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১২.০৪% এবং সাধারণ বিনিয়োগকারী ৪৬.৯৮%
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা