ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ফ্লোটিলা আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

২০২৫ অক্টোবর ০৩ ১৫:০৫:২৩

ফ্লোটিলা আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হামলা এবং বিশ্বের মানবাধিকার কর্মীদের আটক করার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়। এর আগে মসজিদের উত্তর পাদদেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া হাজারও সাধারণ মুসল্লি মিছিলে যোগ দেন।

গত ৩১ আগস্ট স্পেনের বন্দরে থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু নৌবহর গাজার জলসীমার কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে ইসরায়েলি নৌবাহিনী সব নৌযান আটক করে। আটককৃত নৌযান, ক্রু ও আরোহীদের ইসরায়েলের বন্দরে নেওয়া হয়।

বিশ্বজুড়ে এই নৌবহরের আটকের ঘটনাকে ঘিরে প্রতিবাদ-সঙ্কট সৃষ্টি হয়েছে। তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকার এই প্রতিবাদে উদাসীন রয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত