ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ইউনূস সরকারের সিদ্ধান্ত এখন রহস্যের ঘরে: নিলোফার চৌধুরী মনি

২০২৫ অক্টোবর ০৩ ১৪:৫৮:০১

ইউনূস সরকারের সিদ্ধান্ত এখন রহস্যের ঘরে: নিলোফার চৌধুরী মনি

মো: আবু তাহের নয়ন:আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কড়া সমালোচনা করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি বলেন, "আ. লীগকে নিয়ে ড. ইউনূসের সরকার ছেলেখেলা করছে। রাষ্ট্রের প্রধান ব্যক্তি নির্বাহী আদেশে একটি সিদ্ধান্ত নেন, আবার নিজেই উল্টো বক্তব্য দেন— এটা তার ভয়ের প্রকাশ। তিনি আগের জায়গায় ফেরত দিতে চাচ্ছেন, ক্ষমতায় থাকার জন্য যেকোনো কিছু বলছেন, যা চরম রাজনৈতিক অপরিপক্বতার পরিচয়।”

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের পেছনের উদ্দেশ্য তুলে ধরে নিলোফার বলেন, “যখন কাউকে উপড়ে ফেলতে হয়, তখন তার বিরুদ্ধে অনবরত সমালোচনা চালাতে হয়। সরকার সেটাই করছে। এর ফলেই দেশের অনেক মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ দেশের ৪৬ শতাংশ মানুষ মানসিকভাবে মৃতপ্রায়।”

তিনি বলেন, “আমরা কাউকে দেশ ছাড়তে বলিনি। আমরা শুধু বিচার চেয়েছি। কিন্তু দেখা যাচ্ছে, বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে প্রধান বিচারপতি, স্পিকার, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত দেশ ছাড়ছেন বা চলে যাচ্ছেন। এসব ঘটনায় সরকারের দায় আছে।”

নিলোফার আরও বলেন, “সরকারপ্রধান যদি ভয় পেয়ে কথা বলেন, তাহলে তার বক্তব্যে স্পষ্ট হয়ে যায়— তিনি নিজের অবস্থান নিয়ে শঙ্কিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে তিনি নিজেই বলেছিলেন এটা করা সম্ভব নয়। তার আইন উপদেষ্টাও একই কথা বলেছিলেন। অথচ তার কয়েকদিন পরেই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো।”

তিনি অভিযোগ করে বলেন, “ওনারা তাদের 'কিংস পার্টি' মাঠে নামিয়ে শান্তিপূর্ণভাবে মঞ্চ করতে দিলেন, ১৪৪ ধারা ভঙ্গের অনুমতি দিলেন। এরপরই ঘোষণা এলো আওয়ামী লীগ নিষিদ্ধ। শুরুতে ১০ বার নিষিদ্ধ বলার পর পরে আবার বললেন ‘স্থগিত’। এরপর বিদেশে গিয়ে চাপের মুখে বললেন যেকোনো সময় এই সিদ্ধান্ত ‘উইথড্র’ করা হতে পারে। এটা কি ভয়, নাকি দুর্বলতা, না কি নিজের অজান্তেই তিনি এটা চাইছেন— সেটাই এখন বড় প্রশ্ন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত