ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
দেশে ৩ লাখ ছাড়াল নিবন্ধিত প্রতিষ্ঠান, রাজস্ব আদায় কত?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্যবসাপ্রতিষ্ঠান নিবন্ধনে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত দেশে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৫১৬টি ছাড়িয়েছে, যা এক দশক আগেও দেড় লাখের কম ছিল। এই প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের ৭০ শতাংশেরও বেশি।
যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) সূত্রে এই তথ্য জানা গেছে। আরজেএসসি দেশি-বিদেশি কোম্পানি, ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি এবং এক ব্যক্তিক কোম্পানির নিবন্ধনের একমাত্র কর্তৃপক্ষ।
আরজেএসসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি ৩ হাজার ৭৭৭টি, প্রাইভেট লিমিটেড কোম্পানি ২ লাখ ২১ হাজার ২৭৫টি, বিদেশি কোম্পানির (লিয়াজোঁ অফিস) ১ হাজার ২৩৮টি, অংশীদারি ফার্ম ৬১ হাজার ২৯৬টি, ট্রেড অর্গানাইজেশন ১ হাজার ২১৬টি, সোসাইটি ১৬ হাজার ১৫টি এবং এক ব্যক্তিক কোম্পানি ৬৯৯টি। অর্থাৎ নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২ শতাংশই প্রাইভেট লিমিটেড কোম্পানি।
ঐতিহাসিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২১ হাজার ৬০৮টি। ১৯৮২ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৮ হাজার ৯৪৯টি, ২০০৯ সালে ১ লাখ ৩২ হাজার ৬৫৩টি এবং ২০২৫ সালের আগস্টে ৩ লাখ ৫ হাজার ৫১৫টি। অর্থাৎ গত ১৬ বছরে আরজেএসসি থেকে নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।
রাজস্ব আদায়েও আরজেএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই তিন খাত থেকে এখন পর্যন্ত ৩৯ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ২৮৯ টাকা রাজস্ব পেয়েছে আরজেএসসি। এর মধ্যে নন-ট্যাক্স রাজস্ব ২৩ কোটি ৬ লাখ ৬ হাজার ৫৫২ টাকা, স্ট্যাম্প ডিউটি ১৩ কোটি ৪২ লাখ ২৪ হাজার ২৪ টাকা এবং ভ্যাট বাবদ ৩ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৭১৩ টাকা আদায় হয়েছে।
পূর্ববর্তী অর্থবছরগুলোতেও রাজস্ব আদায় ছিল উল্লেখযোগ্য। ২০২৪-২৫ অর্থবছরে ২৪৩ কোটি ১৮ লাখ ১৬ হাজার ২৩৬ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ২৮৭ কোটি ২ লাখ ৭৭ হাজার ২১৫ টাকা, এবং ২০২২-২৩ অর্থবছরে ২৭০ কোটি ৬১ লাখ ৫৭ হাজার ৫৩৪ টাকা আদায় হয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের