ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

শাপলা পেলেই মামলা বাতিল: মান্নার চমকপ্রদ ঘোষণা

২০২৫ অক্টোবর ০২ ১৯:৩৭:২৪

শাপলা পেলেই মামলা বাতিল: মান্নার চমকপ্রদ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন প্রক্রিয়ায় শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও দলের মধ্যে টানাপোড়েন তীব্র হয়ে উঠেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘শাপলা প্রতীক পেলে আমি কোনো মামলা করব না,’ এবং দলটির প্রতি সমর্থন প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

এর আগে, নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাইয়ে এনসিপির নিবন্ধন অনুমোদিত হয়েছে। তবে দলটির প্রথম পছন্দের প্রতীক ‘শাপলা’ নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত না থাকায় বরাদ্দ দেওয়া যাচ্ছে না। দল শাপলা, কলম ও মোবাইল প্রতীকের মধ্যে শাপলাকেই চেয়েছে। কিন্তু ইসি বরাদ্দযোগ্য ৫০ প্রতীকের তালিকায় শাপলা অন্তর্ভুক্ত নয়।

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এনসিপিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে এবং লিখিতভাবে জানাতে বলেছে। নির্বাচিত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না পরবর্তীতে তারা প্রতীক পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করে।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন বলেন, ‘শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই, তাই আমরা শাপলাই চাই। নির্বাচন কমিশন আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছে এবং নিরপেক্ষ নয়। একটি বিশেষ দলের প্রভাবেই আমাদের দাবি উপেক্ষিত হচ্ছে। শাপলা তালিকায় না থাকলে কমিশন সেটি অন্তর্ভুক্ত করুক।’ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপির নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্রুত এই প্রতীকের বিষয়ে নিষ্পত্তি জরুরি, তাই সময়সীমার মধ্যে প্রতীক নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত