ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
শাপলা নেই, ৫০টি তালিকা থেকে এনসিপির প্রতীক বাছাই বাধ্যতামূলক : ইসি

নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক বরাদ্দের ক্ষেত্রে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে জানিয়েছে, তাদের প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীকের মধ্যে যেকোনো একটি পছন্দ করার সুযোগ ছিল। পরে দল শাপলা প্রতীকের পরিবর্তে সাদা বা লাল শাপলা দেওয়ার আবেদন করলেও, ইসি জানিয়েছে, ১১৫টি অনুমোদিত প্রতীকের তালিকায় শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা অন্তর্ভুক্ত নয়।
ইসি জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। দলের আবেদনপত্রে পছন্দের প্রতীকের ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করা হলেও নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি অনুযায়ী বরাদ্দকৃত প্রতীকের তালিকায় শাপলা নেই। তাই দলটিকে ৫০টি নির্ধারিত প্রতীকের তালিকা থেকে এখনো বরাদ্দ না হওয়া কোনো প্রতীক দ্রুত বাছাই করে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে ইসিকে জানাতে হবে।
প্রতীক হিসেবে বাছাইয়ের জন্য পাঠানো তালিকায় রয়েছে—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাঁপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
এ বিষয়ে ইসি সচিব বলেন, রাজনৈতিক নেতারা অনেক কথা বলেন, তবে কমিশন তাদের হুমকি বা দাবিতে প্রতিক্রিয়া দেবে না। এনসিপিসহ বর্তমানে ৫২টি দল নিবন্ধিত রয়েছে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হওয়ার পর এ পর্যন্ত ৫৬টি দল ইসির নিবন্ধন পায়, তবে শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের আদেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। সম্প্রতি জামায়াতে ইসলামী ও জাগপা আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়লেও ইসি শুধুমাত্র জামায়াতের নিবন্ধন কার্যকর করেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এনসিপিসহ দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং ১৩টি দলের আবেদন এখনও পর্যালোচনায় রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের