ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

রানি মুখার্জি: মা হওয়ার মজা, শুটিংও ঘন্টায় ঘরে ফেরার গল্প

২০২৫ অক্টোবর ০২ ১৪:১৮:০২

রানি মুখার্জি: মা হওয়ার মজা, শুটিংও ঘন্টায় ঘরে ফেরার গল্প

বিনোদন ডেস্ক :দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের দাবিকে ঘিরে চলা বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রানি মুখার্জি। দীপিকার কল্কি সিকুয়েল থেকে সরে দাঁড়ানোর খবরের প্রেক্ষিতে রানি শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা, যেখানে কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা সম্ভব।

রানি বলেন, মেয়ে আদিরার জন্মের পর ‘হিচকি’ ছবির শুটিং চলাকালীন আদিরা তখন ১৪ মাসের। সে সময় তিনি সকালে দুধ পাম্প করে বের হতেন এবং ইউনিট ও পরিচালকের সহায়তায় ৬–৭ ঘণ্টার মধ্যে শুটিং শেষ করতেন। এতে ট্রাফিক শুরু হওয়ার আগেই দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসা সম্ভব হতো। তিনি আরও বলেন, “সব পেশাতেই নির্দিষ্ট সময় ধরে কাজ করা স্বাভাবিক বিষয়। প্রযোজক রাজি থাকলে ছবিটা করা যায়, না থাকলে নয়। এতে কাউকে জোর করা হয় না।”

এছাড়া রানি মন্তব্য করেন, “যদি পুরুষদের সন্তান জন্ম দিতে হতো, তাহলে হয়তো পৃথিবীতে কোনো যুদ্ধই হতো না। তারা শুধু শিশুর দেখাশোনায় ব্যস্ত থাকতো।” তিনি মা হওয়ার অভিজ্ঞতাকে ঈশ্বরের কাছাকাছি অনুভূতি হিসেবে বর্ণনা করে বলেন, “পুরুষরা এই অসাধারণ অভিজ্ঞতা থেকে বঞ্চিত। শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া মায়ের অভিজ্ঞতা বিশেষ, এবং আমি এটা কোনো কিছুর বিনিময়ে পরিবর্তন করব না।”

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত